Ex-Militants are building a Tourist Village in Garo Hills dgtl
National News
নিজেদের পুরনো ঘাঁটিতেই পর্যটনকেন্দ্র গড়ছে গারো জঙ্গিরা
এ যেন প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গ। তবে কিছু দিন আগেও গানোল নদীতে ঘেরা লাল মাটির এই অঞ্চল ছিল বারুদের গন্ধে ভরা। এখান থেকেই এক সময় হত্যা, অপহরণ, তোলাবাজি চলত জঙ্গিরা।
নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটিশেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ১৭:৫৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
প্রকৃতির কোলে পর্যটন কেন্দ্র ঘিরে উৎসাহীদের দল।
০২০৯
আগুনের সামনে পর্যটকদের ভিড়।
০৩০৯
অপরূপ প্রাকৃতিক শোভায় ভরপুর গারো পাহাড়।
০৪০৯
‘ইডেন বাড়ি’র হেরিটেজ গ্রামে আসছেন পর্যটকেরা।
০৫০৯
অন্ধকার নামতেই জমে ওঠে গানবাজনার আসর।
০৬০৯
গ্রাম গড়ার কাজে হাত লাগিয়েছেন প্রাক্তন জঙ্গিরা।
০৭০৯
আতঙ্ক নয়, ভয়ডরহীন ‘ইডেন বাড়ি’র হেরিটেজ গ্রাম।
০৮০৯
তখনও নির্মাণকাজ চলছে।
০৯০৯
এএনভিসি (বি)-র প্রাক্তন চেয়ারম্যান বার্নার্ড সি মারাক।<br>
গারো পাহাড়কে ঘিরেই এ বার নতুন স্বপ্ন দেখাচ্ছেন বার্নার্ড।