Advertisement
০৫ নভেম্বর ২০২৪

অগুস্তা কাণ্ডের খৈতান ধৃত

অর্থ তছরুপ ও কালো টাকা রাখার মামলায় অগুস্তা-কাণ্ডের অন্যতম অভিযুক্ত আইনজীবী গৌতম খৈতানকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার রাতে তাঁকে ‘অর্থ তছরুপ প্রতিরোধ আইন’ (পিএমএলএ)-এ গ্রেফতার করা হয়। শনিবার দিল্লির একটি কোর্টে তোলা হলে খৈতানকে দু’দিনের জন্য ইডি-র হেফাজতে পাঠানো হয়। 

গৌতম খৈতান

গৌতম খৈতান

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ০০:২২
Share: Save:

অর্থ তছরুপ ও কালো টাকা রাখার মামলায় অগুস্তা-কাণ্ডের অন্যতম অভিযুক্ত আইনজীবী গৌতম খৈতানকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার রাতে তাঁকে ‘অর্থ তছরুপ প্রতিরোধ আইন’ (পিএমএলএ)-এ গ্রেফতার করা হয়। শনিবার দিল্লির একটি কোর্টে তোলা হলে খৈতানকে দু’দিনের জন্য ইডি-র হেফাজতে পাঠানো হয়।

এ দিন আদালতে শুনানি চলাকালীন ইডি-র বিশেষ সরকারি আইনজীবী ডি পি সিংহ এবং এন কে মাট্টা বারবারই দাবি করেন, এই মামলার সঙ্গে অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কাণ্ডের কোনও যোগ নেই। কালো টাকা রাখার জন্য ভারতীয় দণ্ডবিধির ৫১ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল আয়কর দফতর। ওই মামলার উপর ভিত্তি করে পিএমএলএ-তে নয়া মামলাটি দায়ের করেছে ইডি। শুনানি শেষে বেআইনি ভাবে বিদেশি ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট ও কালো টাকা রাখার অভিযোগে তাঁকে ইডি-র হেফাজতে পাঠান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নীতু শর্মা। খৈতানের আইনজীবী পি কে দুবের দাবি, আদালতে পেশ করা ইডি-র যাবতীয় নথিপত্র ভুয়ো। তাঁর মক্কেলকে অগুস্তা-কাণ্ডের জন্যই গ্রেফতার করা হয়েছে। যদিও ওই মামলায় খৈতান ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন বলে সাংবাদিকদের কাছে ক্ষোভ জানান দুবে। একটি সূত্রের খবর, অগুস্তা-কাণ্ডে ধৃত ক্রিশ্চিয়ান মিশেলকে জেরা করে খৈতানের বিরুদ্ধে বেশ নতুন কিছু তথ্য পেয়েছে ইডি।

আরও পড়ুন: ফের হামলা পাকিস্তানের, সংঘর্ষে হত জঙ্গি-সহ ৩

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE