আয়কর রিটার্নের হ্যাপা অনেকটাই কমে গেল। সাত পাতার বদলে আয়কর রিটার্নের এক পাতার ফর্ম চালুর বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। কাল, শনিবার থেকেই চালু করা যাবে ই-ফাইলিং। ব্যক্তিগত ভাবে বেতন, সুদ ও স্থাবর সম্পত্তি থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত যাঁর আয়, তিনিই ওই এক পাতার আয়কর রিটার্ন ফর্ম (সহজ) পূরণ করতে পারবেন। আর কাল, শনিবার থেকেই ই-ফাইলিংয়ের মাধ্যমে সেই আয়কর রিটার্ন ফর্ম জমা দেওয়া যাবে। যথারীতি যার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত।
আরও পড়ুন- ৩২ বছর পর ‘কণ্ঠস্বর’ বদলাচ্ছেন স্টিফেন হকিং
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy