কাকা-ভাইপোর তরজা অন্তত প্রকাশ্যে মিটেছে দেখে ‘বহেনজি’ কি একটু হতাশই হয়েছেন?
‘ঘোর শত্রু’র ঘরের ঝামেলায় ‘মিটমাট’ হয়ে গেলে কেই-বা খুশি নন? সম্ভবত, ‘বহেনজি’ও হননি। তাই মুলায়ম সিংহ যাদবের পরিবারের গোটা ঝামেলাটাকেই বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতীর ‘নাটক’ মনে হয়েছে। আর সেটা রবিবার এক জনসভায় প্রকাশ্যেই বললেন ‘বহেনজি’।
মায়াবতীর অভিযোগ, ভাই শিবপালকে সমাজবাদী পার্টির উত্তরপ্রদেশ শাখার সভাপতি করে আসলে নাটক করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো।
নাটক কেন? নাটকটা কোথায়?
মায়াবতী বলেছেন, ‘‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির যা হাল, তাতে ২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির ভরাডুবি অনিবার্য। তাই ছেলে অখিলেশের (মুখ্যমন্ত্রী) মুখ বাঁচাতেই শিবপালকে শিখণ্ডী করেছেন তিনি। যাতে কেউ মুলায়মকে না বলতে পারেন যে তিনি পুত্রস্নেহে অন্ধ হয়ে গিয়েছেন, তাই মানুষের নজর অন্য দিকে ঘুরিয়ে দিতে শিবপালকে করেছেন বলির পাঁঠা। ভোটে হারলে সকলেই দুষবেন শিবপালকে। তাতে মুখ বেঁচে যাবে ছেলে অখিলেশের। নাটকের স্ক্রিপ্টটা খুব ভাল সাজিয়েছেন মুলায়ম।’’
কাকা শিবপাল সমাজবাদী পার্টির রাজ্য শাখার সভাপতি হলেও আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট বিলি-বণ্টনের দায়িত্বটা যে অখিলেশ তাঁর নিজের হাতেই রেখেছেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন মায়াবতী।
আরও পড়ুন- ‘মোদীর সমালোচনা করায় জিভ বেড়ে গিয়েছিল কেজরীবালের’: পর্রীকর
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy