Do you know the meaning of different colors of milestones dgtl
Milestone
মাইলস্টোনের আলাদা আলাদা রঙের মানে জানেন
লং ড্রাইভে যাওয়ার সময় রাস্তার পাশে মাইলস্টোন দেখেছেন নিশ্চয়ই। খেয়াল করেছেন কি এই মাইলস্টোন কিন্তু একেক জায়গায় একেক রঙের হয়। কোথাও কালো, কোথাও হলুদ তো কোথাও আবার সবুজ। আসুন জেনে নেওয়া যাক এই রঙের মানে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০৯:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৫
লং ড্রাইভে যাওয়ার সময় রাস্তার পাশে মাইলস্টোন দেখেছেন নিশ্চয়ই। খেয়াল করেছেন কি এই মাইলস্টোন কিন্তু একেক জায়গায় একেক রঙের হয়। কোথাও কালো, কোথাও হলুদ তো কোথাও আবার সবুজ। আসুন জেনে নেওয়া যাক এই রঙের মানে।
০২০৫
রাস্তার ধারে আপনি যদি হলুদ রঙের মাইলস্টোন দেখেন, তা হলে বুঝবেন আপনি কোনও জাতীয় সড়কে রয়েছেন। এই সড়কগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।
০৩০৫
আপনি যদি কোথাও কালো রঙের মাইলস্টোন দেখেন, তা হলে বুঝবেন আপনি কোনও বড় শহর বা জেলার বড় রাস্তায় রয়েছেন।
০৪০৫
রাস্তার ধারে আপনি যদি কোথাও সবুজ রঙের মাইলস্টোন দেখেন, তা হলে তার অর্থ আপনি কোনও রাজ্য সড়কে রয়েছেন। এই সড়কগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের।
০৫০৫
আপনি যদি কোথাও কমলা রঙের মাইলস্টোন দেখতে পান, তার অর্থ হল আপনি কোনও গ্রামীণ সড়কে রয়েছেন। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় পঞ্চায়েত এলাকায় এগুলিকে দেখতে পাওয়া যায়।