Advertisement
০৩ নভেম্বর ২০২৪

নারদ কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা

নারদ নিউজের স্টিং অপারেশনকে জাল বলে চ্যালেঞ্জ করে আইনি পদক্ষেপের হুঁশিযারি দিয়েছিলেন মুকুল রায়। তবে তার আগেই ‘ঘুষ’-কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি উঠে গেল কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলা দায়ের করলেন হাইকোর্টের আইনজীবী অক্ষয় কুমার সারেঙ্গি।

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ১৪:০৪
Share: Save:

নারদ নিউজের স্টিং অপারেশনকে জাল বলে চ্যালেঞ্জ করে আইনি পদক্ষেপের হুঁশিযারি দিয়েছিলেন মুকুল রায়। তবে তার আগেই ‘ঘুষ’-কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি উঠে গেল কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলা দায়ের করলেন হাইকোর্টের আইনজীবী অক্ষয় কুমার সারেঙ্গি। আবেদনকারী আইনজীবীর দাবি, এই ঘটনায় সরকার পক্ষের প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠেছে। ফলে পুলিশ দিয়ে এর নিরপেক্ষ তদন্ত নিয়ে সংশয় আছে। এই যুক্তিতেই হাইকোর্টের কাছে সিবিআই তদন্তের আর্জি পেশ করেছেন তিনি।

অন্য দিকে তৃণমূল সূত্রের খবর, আজ কালের মধ্যেই নারদ নিউজকে আইনি নোটিস পাঠানো হবে দলের পক্ষ থেকে। একই সঙ্গে ভোটের মুখে ছড়িয়ে পড়া ‘বিপজ্জনক’ ভিডিও-র প্রচার বন্ধ রাখতে আদালতে যাওয়ার কথা ভাবছে ত়ৃণমূল। ভিডিও-টির সত্যাসত্য প্রমাণ না হওয়া পর্যন্ত এই সংক্রান্ত খবর বা ছবির প্রচার নিষিদ্ধ করুক আদালত-- এমন আর্জি জানানো হতে পারে বলে খবর তৃণমূল সূত্রে।

অন্য দিকে ইডি সূত্রে খবর, নারদ নিউজের সোরগোল তোলা ভিডিও তারা চেয়ে পাঠাচ্ছে।

অন্য বিষয়গুলি:

Narad CBI interrogation High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE