Advertisement
০৫ নভেম্বর ২০২৪

কেজরীর বিরুদ্ধে তদন্তে দিল্লি পুলিশ

যাদের সঙ্গে সংঘাত, সেই দিল্লি পুলিশই এ বার অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে ঘুষের মামলার তদন্ত করবে।গত কাল আপ নেতা কপিল মিশ্র কেজরীর বিরুদ্ধে দু’কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এনেছিলেন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ মে ২০১৭ ০৩:৩৩
Share: Save:

যাদের সঙ্গে সংঘাত, সেই দিল্লি পুলিশই এ বার অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে ঘুষের মামলার তদন্ত করবে।

গত কাল আপ নেতা কপিল মিশ্র কেজরীর বিরুদ্ধে দু’কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এনেছিলেন। আজ ওই মামলার তদন্ত দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখার হাতে তুলে দিয়েছেন উপরাজ্যপাল অনিল বাইজল। তদন্তের দায়িত্বে দিল্লি পুলিশের কর্তা এম কে মীনা। যাঁকে এক সময় ঘুষখোর বলে অভিযোগ করেছিলেন কেজরীবালই।

এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে রাহুল গাঁধী টুইট করে কেজরীবালকে কটাক্ষ করেছেন। তাঁর মন্তব্য, সত্য একদিন ঠিক সামনে চলে আসেই। চাপ বাড়িয়েছে বিজেপি। তবে কেজরীর পাশে দাঁড়িয়েছেন যোগেন্দ্র যাদবের মতো দল ছেড়ে যাওয়া নেতা। তাঁর দাবি, কেজরীবাল ঘুষ খেতে পারেন না। আর আপ শিবির ভাঙতে বিজেপি সক্রিয় হতেই দলের বিধায়করা কেজরীর পাশে দাঁড়িয়েছেন। এরই মধ্যে বিতর্ক নিয়ে নীরবতা ভেঙেছেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী। টুইট করেছেন, ‘‘সত্যেরই জয় হবে।’’

অন্য বিষয়গুলি:

Arvind Kejriwal AAP Delhi Police Kapil Mishra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE