Advertisement
০৫ নভেম্বর ২০২৪
National News

আধার লিঙ্ক নিয়ে সুপ্রিম কোর্টের রায় কাল

কেন্দ্রীয় সরকারের তরফে বুধবারই জানিয়ে দেওয়া হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কিং-এর শেষ সময়সীমা ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হতে পারে।

আধার কার্ড। ছবি- সংগৃহীত।

আধার কার্ড। ছবি- সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ১৮:২১
Share: Save:

প্যান কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কিং-এর শেষ সময়সীমা আগামী ৩১ মার্চই হবে কি না, সুপ্রিম কোর্ট তা নিয়ে নির্দেশ দেবে আগামী কাল। তবে তা হবে অন্তর্বর্তীকালীন বা সাময়িক।

যাবতীয় কল্যাণমূলক প্রকল্প ও কর জমা বা ধার নেওয়ার মতো আর্থিক লেনদেনের ক্ষেত্রে আধার লিঙ্কিংকে বাধ্যতামূলক করা হলে তা সাংবিধানিক অধিকার খর্ব করবে কি না, তা নিয়েও কিছু দিনের মধ্যে রায় দেওয়ার কথা সুপ্রিম কোর্টের। সেই রায় পর্যন্তই বলবৎ থাকবে প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কিং-এর শেষ সময়সীমা সংক্রান্ত শীর্ষ আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ। সাংবিধানিক অধিকার সংক্রান্ত মামলাটির শুনানি সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে আগামী ১৭ জানুয়ারি।

আরও পড়ুন- দেশীয় প্রযুক্তিতে তৈরি স্করপেন শ্রেণির প্রথম সাবমেরিনের যাত্রা শুরু​

আরও পড়ুন- প্রেম’ করে বিয়ে, কাশ্মীরে চাকরি হারালেন শিক্ষক দম্পতি

কেন্দ্রীয় সরকারের তরফে বুধবারই জানিয়ে দেওয়া হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কিং-এর শেষ সময়সীমা ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হতে পারে। শেষ পর্যন্ত সেটাই হবে নাকি সাংবিধানিক অধিকার সংক্রান্ত মামলার রায়ের ওপরেই সেই দিনক্ষণ ঠিক হবে, শীর্ষ আদালত সে ব্যাপারেও সিদ্ধান্ত নেবে আগামী কাল, শুক্রবার।

১২ অঙ্কের ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারের আধার কার্ডের বৈধতাকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই বেশ কয়েকটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। আর কেন্দ্রের তরফে সেই আধার কার্ডকে সব ক্ষেত্রে বাধ্যতামূলক করানোর তোড়জোড় চলছে। তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের ৫ সদস্যের একটি বেঞ্চ আগামী কাল অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে চলেছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE