Advertisement
০৫ নভেম্বর ২০২৪

নিখোঁজের দেহ উদ্ধার

রাতভর নিখোঁজ থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ধুবুরি জেলার গোলকগঞ্জ থানার বিন্যাছড়া গ্রামের ভারত-বাংলাদেশ সীমানার ‘নো ম্যানস ল্যান্ডে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম,হজরত আলি (৩৫)। পেশায় কৃষক ওই ব্যাক্তির বাড়ি গোলকগঞ্জ থানার বিন্যাছড়া গ্রামে। পুলিশ সুত্রে জানা যায়, শনিবার রাত ১০টা নাগাদ হজরত আলি (৩৫) নামের ওই ব্যাক্তিকে একই গ্রামের আব্দুল্লা সেখ এবং সবেদ আলি নামের দুই যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

নিজস্ব সংবাদদাতা
ধুবুরি শেষ আপডেট: ০৪ মে ২০১৫ ১৯:২৯
Share: Save:

রাতভর নিখোঁজ থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ধুবুরি জেলার গোলকগঞ্জ থানার বিন্যাছড়া গ্রামের ভারত-বাংলাদেশ সীমানার ‘নো ম্যানস ল্যান্ডে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম,হজরত আলি (৩৫)। পেশায় কৃষক ওই ব্যাক্তির বাড়ি গোলকগঞ্জ থানার বিন্যাছড়া গ্রামে। পুলিশ সুত্রে জানা যায়, শনিবার রাত ১০টা নাগাদ হজরত আলি (৩৫) নামের ওই ব্যাক্তিকে একই গ্রামের আব্দুল্লা সেখ এবং সবেদ আলি নামের দুই যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা রবিবার ভোর হতেই খোঁজা খুজি শুরু করেন তাকে। এরই মধ্যে ভারত-বাংলাদেশ সীমানার নো ম্যানস ল্যান্ডে ওই যুবকের মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় বিএসএফ। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে মৃতদেহ উদ্ধারের পর থেকেই আব্দুল্লা সেখ এবং সবেদ আলি নামের দুই যুবক পালিয়ে যায়। ধুবুরির অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ বরা জানান, “বিএসএফ থাকা সত্তেও ‘নো ম্যানস ল্যান্ডে মৃতদেহ উদ্ধার হল কীভাবে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পলাতক ওই দুই যুবককে খোঁজা হচ্ছে।”

অন্য বিষয়গুলি:

dead body police dhubri India bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE