ওড়িশায় বিজেপি বুথ কমিটি বৈঠকে রাজনাথ। ছবি: পিটিআই।
পুলওয়ামা হামলা বা ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযানের কোনও ছবি, কোনও তথ্য যাতে কোনও দল আগামী লোকসভা নির্বাচনের প্রচারে ব্যবহার করতে না পারে, তার জন্য নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা চাইল সিপিএম। গতকাল দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নেতৃত্বে ত্রিপুরা সিপিএমের একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে এই দাবি জানান। ইয়েচুরি ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন সাংসদ নীলোৎপল বসু, জিতেন্দ্র চৌধুরী, শঙ্করপ্রসাদ দত্ত, ঝর্ণা দাসবৈদ্য এবং ত্রিপুরা সিপিএমের সম্পাদক গৌতম দাস। এ দিকে, একই দাবি জানিয়ে আজ সিইসি সুনীল অরোরাকে চিঠি লিখেছেন নৌবাহিনীর প্রাক্তন প্রধান এল রামদাসও।
আজ আগরতলায় ফিরে গৌতমবাবু সাংবাদিকদের জানান, ত্রিপুরার রাজনৈতিক সন্ত্রাসের পরিস্থিতি সম্পর্কে সিইসিকে তাঁরা অবহিত করেন। পাশাপাশি, রাজ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানানো হয়। তিনি বলেন, ‘‘কমিশনকে আমরা রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদে জানাই। পুলিশ ও প্রশাসন যে ভাবে রাজ্যের বিজেপি সরকারের হয়ে কাজ করছে সে সম্পর্কেও কমিশনকে অবহিত করেছি।’’ গৌতমবাবু জানান, লোকসভা ভোটের প্রচারে যাতে পুলাওয়ামাতে ঘটে যাওয়া নিহত জওয়ানদের ছবি এবং বিমানবাহিনীর বালাকোট অভিযানের ছবি ব্যবহার না করা হয়, সেই দাবিও সিইসিকে জানিয়েছি। এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারির দাবি এর আগে দুই-একটি মহল থেকে উঠলেও সিইসির কাছে সেই দাবি নিয়ে সিপিএমই প্রথম গেল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy