Advertisement
০৩ নভেম্বর ২০২৪

ক্ষতিপূরণ দিক

ছ’বছর আগের এক সংঘর্ষের ঘটনার তদন্ত শেষে নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে মণিপুর সরকারকে নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। মণিপুর পুলিশের দাবি ছিল, পশ্চিম ইম্ফলের চাজিং গ্রামে কেসিপি (এমসি) তোলাবাজি ও অপহরণ চালাচ্ছে বলে খবর পেয়ে তারা সেখানে অভিযান চালায়।

শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০৩:০২
Share: Save:

ছ’বছর আগের এক সংঘর্ষের ঘটনার তদন্ত শেষে নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে মণিপুর সরকারকে নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। মণিপুর পুলিশের দাবি ছিল, পশ্চিম ইম্ফলের চাজিং গ্রামে কেসিপি (এমসি) তোলাবাজি ও অপহরণ চালাচ্ছে বলে খবর পেয়ে তারা সেখানে অভিযান চালায়। দুই যুবককে সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখে পুলিশ ধাওয়া করে। তারা গুলি চালায়। পুলিশের পাল্টা গুলিতে এস জীবন সিংহ নামে এক যুবক মারা যায়। অন্য জন পালায়। কিন্তু নিহতের পরিবার দাবি করে, জীবন জঙ্গি ছিল না। ভুয়ো সংঘর্ষে তাঁকে হত্যা করা হয়েছে।

অন্য বিষয়গুলি:

compensation Court Manipur Government Jiban Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE