কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইন না মেনে ‘প্রায়োরিটি’ গোষ্ঠীর তালিকা তৈরিতে দুর্নীতি করেছে ত্রিপুরার বামফ্রন্ট সরকার— এমনই অভিযোগ তুলল প্রদেশ কংগ্রেস।
প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যে খাদ্য সুরক্ষা আইন এখনও লাগু না হলেও, গণবণ্টন ব্যবস্থায় ভর্তুকি মূল্যে খাদ্যদ্রব্য প্রাপকদের নাম-তালিকা তৈরি হয়ে গিয়েছে। বিপিএল ও এপিএল-এর বদলে তৈরি হয়েছে ‘প্রায়োরিটি’ গোষ্ঠী। ত্রিপুরার বিরোধী দলনেতা সুদীপ রায়বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত্ সিন্হা আজ সাংবাদিকদের জানান, সিপিএমের কর্মী, সমর্থকরাই শুধু ওই তালিকায় জায়গা পেয়েছেন। এ বিষয়ে রাজ্যপাল তথাগত রায়ের হস্তক্ষেপ চেয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।
এ দিন রাজ্যপালের সঙ্গে দেখা করে প্রদেশ কংগ্রেস নেতারা তাঁকে স্মারকলিপি দিয়েছেন। ত্রিপুরার মুখ্যসচিব ওয়াই পি সিংহের কাছেও একই অভিযোগ করা হয়েছে। ত্রিপুরার কংগ্রেস নেতৃত্বের দাবি, ওই তালিকা বাতিল করে নিয়ম মেনে ফের তা তৈরি করতে হবে। সুদীপবাবুদের অভিযোগ, ওই তালিকা পঞ্চায়েত অফিসে রাখার কথা। তা না করে সেটি সরাসরি রেশন দোকানগুলিতে পাঠিয়ে দিচ্ছে। এ নিয়ে রাজ্যে খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। এসএমএস-এর উত্তরও দেননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy