Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
COVID-19

Coronavirus in India: বাড়ল মৃত্যু, দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও উদ্বেগে রাখল কেরল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৪৮ হাজার ১৬৩।

দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১০:৫১
Share: Save:

দেশে কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭৭৩ জন। শনিবারের তুলনায় দৈনিক সংক্রমণ ১৩.৭ শতাংশ কমেছে। যদিও উদ্বেগেই রেখেছে কেরল। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের রাজ্য আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৩২৫। অর্থাৎ ভারতের দৈনিক সংক্রমণের প্রায় ৬৩ শতাংশ শুধুমাত্র এক রাজ্যেই হয়েছে। অবশ্য দেশে এক দিনে মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩০৯ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৪৮ হাজার ১৬৩। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ৮৩৮ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.০৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ১.৯৭ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৯৪৫ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ২৬ লক্ষ ৭১ হাজার ১৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ১৫৮।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৫ লক্ষ ৫৯ হাজার ৮৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ কোটি ২৩ লক্ষ ৪০ হাজার ১৬৮ জনের। অন্য দিকে এক দিনে দেশে ৮৫ লক্ষ ৪২ হাজার ৭৩২ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৮০ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৩৩১ টিকা দেওয়া হয়েছে।

অন্য বিষয়গুলি:

COVID-19 Covid Death Positivity Rate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy