Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Ludhiana MC Election

লুধিয়ানায় পুরভোটে একক সংখ্যাগরিষ্ঠ দল আপ, তবে মিলল না জাদুসংখ্যা, শোচনীয় ফল বিজেপির

৯৫ আসনের লুধিয়ানা পুরনিগমে একক ভাবে ক্ষমতায় আসতে পারছে না আপ। সে ক্ষেত্রে অচলাবস্থা কাটাতে বিরোধিতা ভুলে আপ এবং কংগ্রেস একে অপরের সঙ্গে হাত মেলাবে কি না, তা-ই এখন দেখার।

অরবিন্দ কেজরীওয়াল।

অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ২১:৪৭
Share: Save:

পঞ্জাবের লুধিয়ানায় পুরভোটে সাফল্য আম আদমি পার্টি (আপ)-র। ৯৫ আসনের লুধিয়ানা পুরনিগমে ৪১টিতে জয়ী হয়ে একক বৃহত্তম দল হয়েছে অরবিন্দ কেজরীওয়ালের দলই। ৩০টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। বিজেপি আর শিরোমণি অকালি দল একক ভাবে লড়াই করে পেয়েছে যথাক্রমে ১৯টি এবং দু’টি আসন।

ভোটের পাটিগণিত বলছে ৯৫ আসনের লুধিয়ানা পুরনিগমে একক ভাবে ক্ষমতায় আসতে পারছে না আপ। সে ক্ষেত্রে অচলাবস্থা কাটাতে বিরোধিতা ভুলে আপ এবং কংগ্রেস একে অপরের সঙ্গে হাত মেলাবে কি না, তা-ই এখন দেখার। স্থানীয় প্রশাসনে এই ধরনের জোট অভিনব না-হলেও দিল্লির বিধানসভা ভোটের আগে দুই দল হাত মেলালে তা বিশেষ ইঙ্গিতবাহী হবে বলেই মনে করা হচ্ছে।

২০১৮ সালে লুধিয়ানা পুরনিগমে ৬২টি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। শিরোমণি অকালি দল এবং বিজেপির জোট পেয়েছিল ২১টি আসন। আর আপ পেয়েছিল মাত্র আটটি আসন। ২০১২ সালের নির্বাচনে এই পুরনিগমে ক্ষমতায় এসেছিল শিরোমণি অকালি দল এবং বিজেপির জোট। সেই ধারা মেনেই এ বারেও রাজ্যের শাসকদলের পক্ষেই ভোট পড়ল লুধিয়ানায়।

শনিবার পঞ্জাবের লুধিয়ানা, জালন্ধর,পটীয়ালা, অমৃতসর এবং ফাগওয়ারা পুরনিগমে নির্বাচন হয়। একই সঙ্গে ভোট হয় রাজ্যের ৪৪টি পুর কাউন্সিল এবং নগর পঞ্চায়েতেও। পূর্ণাঙ্গ ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত না-হলেও পটীয়ালা এবং জালন্ধরে এগিয়ে সে রাজ্যের শাসকদল আপ। আর কংগ্রেস এগিয়ে ফাগওয়াড়া এবং অমৃতসর পুরনিগমে।

অন্য বিষয়গুলি:

Punjab AAP Congress BJP Arvind Kejriwal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy