কোন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ব্যাঙ্কের সমস্ত পাওনা মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন কিংফিশার কর্তা বিজয় মাল্য। —ফাইল চিত্র
সারা বিশ্বের সঙ্গে ভারতও করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। দেশ জুড়ে চলছে তিন সপ্তাহের লকডাউন। প্রতিদিন দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিপুল আর্থিক সঙ্কটের মুখে দেশের অর্থনীতি। এমনই দুঃসময়ে ফের নিজের একশো শতাংশ দেনা মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন লিকার ব্যারন বিজয় মাল্য। দেশে লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইটারে নির্মলা সীতারামনের উদ্দেশে তিনি লিখেছেন, ‘‘আশা করি দেশের এই দুঃসময়ে অর্থমন্ত্রী আমার আর্জি মেনে নেবেন।’’ লকডাউনের নিয়মকানুন মেনে তাঁর সংস্থাগুলিতে উৎপাদন সম্পূর্ণ বন্ধ বলেও জানিয়েছেন কিংফিশার কর্ণধার। যদিও অর্থমন্ত্রী বা তাঁর মন্ত্রক থেকে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯০০০ কোটি ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বর্তমানে তিনি ইংল্যান্ডে আশ্রয় নিয়েছেন। তাঁর প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। অন্য দিকে বিজয় মাল্যও ব্রিটেনের একটি হাইকোর্টে প্রত্যর্পণের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পাশাপাশি আগেও নানা ভাবে ব্যাঙ্কের দেনা পরিশোধের বার্তা দিয়েছেন মাল্য। ফের একই প্রস্তাব।
টুইটারে মাল্য লিখেছেন, ‘‘কিংফিশার সংস্থা বিভিন্ন ব্যাঙ্ক থেকে যে ঋণ নিয়েছে বারবার সেই টাকার ১০০ শতাংশ ফেরত দেওয়ার জন্য আমি বার বার প্রস্তাব দিয়েছি। কিন্তু ব্যাঙ্ক বা ইডি কোনও কর্তৃপক্ষই অ্যাটাচ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খুলে দেননি। আশা করি এই দুর্দিনে অর্থমন্ত্রী আমার কথা শুনবেন।’’
I have made repeated offers to pay 100 % of the amount borrowed by KFA to the Banks. Neither are Banks willing to take money and neither is the ED willing to release their attachments which they did at the behest of the Banks. I wish the FM would listen in this time of crisis.
— Vijay Mallya (@TheVijayMallya) March 31, 2020
আরও পড়ুন: নতুন করে নিজামউদ্দিনের ৩৫ জন আক্রান্ত, মৃত ৯, বাড়ছে উদ্বেগ
আরও পড়ুন: কবে বেরবে করোনার টিকা, ওষুধ? এখনও অন্ধকারে চিকিৎসক-বিজ্ঞানীরা
লকডাউন নিয়ে মাল্যর বক্তব্য, ‘‘ভারত সরকার যা করেছে সেটা অভাবনীয়। আমরা সেটাকে শ্রদ্ধা জানাই। আমার সব সংস্থাই পরিষেবা বন্ধ রেখেছে। সমস্ত উৎপাদনও বন্ধ।’’ একই সঙ্গে সংস্থাগুলির জন্য সরকারি সাহায্যের আর্জিও জানিয়েছেন কিংফিশার কর্তা। লিখেছেন, ‘‘আমাদের কর্মীদের বাড়ি পাঠাইনি এবং বসিয়ে রেখে মাইনে দিচ্ছি। সরকারের সাহায্য করা উচিত।’’
দেশবাসীর প্রতি সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিয়ে মাল্যর টুইট, ‘‘ঘরে থাকুন এবং বাড়ির সদস্য ও পোষ্যদের সঙ্গে আনন্দ করুন। আমিও সেটাই করছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy