Advertisement
২৯ জুন ২০২৪
Coronavirus

এক হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে বড় দেশপ্রেম আর কী হতে পারে, মন্তব্য সনিয়ার

এই দুঃসময়ে পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং সাফাই কর্মীদের সঙ্গে সবরকমের সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেন সনিয়া।

সনিয়া গাঁধী। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

সনিয়া গাঁধী। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২০ ১৩:৫৭
Share: Save:

একজোট হয়ে মহামারির বিরুদ্ধে লড়াই করার চেয়ে বড় দেশপ্রেম এই সময় আর কিছু হতে পারে না। দেশে করোনা আক্রান্তের সংখ্যা যখন ১০ হাজার পেরিয়ে গিয়েছে, সেইসময় দেশবাসীর উদ্দেশে এমনই বার্তা দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই সামনে থেকে যাঁরা করোনা আক্রান্তদের সেবা করে চলেছেন, তাঁদের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে ভাষণে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে দেশবাসীর উদ্দেশে ভিডিয়ো বার্তায় সনিয়া বলেন, ‘‘প্রাথমিক সুরক্ষাটুকু না থাকা সত্ত্বেও করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কিছু মানুষ। নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই করোনা আক্রান্তদের সেবা করেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকরা। এ ভাবে একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করার চেয়ে বড় দেশপ্রেম আর কী হতে পারে?’’

এই দুঃসময়ে পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং সাফাই কর্মীদের সঙ্গে সবরকমের সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেন সনিয়া। তিনি বলেন, ‘‘লকডাউন সফল করতে পুলিশ এবং জওয়ানরা কাজ করে চলেছেন। প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ছাড়া কাজ করছেন সাফাই কর্মীরা। জরুরি পরিষেবা যাতে চালু থাকে, তার জন্য সরকারি আধিকারিকরাও পরিশ্রম করে চলেছেন। আমরা তাঁদের সঙ্গে সহযোগিতা না করলে, ওঁদের সুষ্ঠ ভাবে কাজ করতে সমস্যা হবে। বেশ কিছু জায়গা থেকে চিকিৎসকদের হেনস্থা হওয়ার খবর মিলেছে। এটা অন্যায়। আমাদের সংস্কৃতির পরিপন্থী। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ওঁদের সঙ্গে সহযোগিতা করতে হবে আমাদের।’’

আরও পড়ুন: প্রবীণদের খেয়াল রাখুন, মাস্ক পরুন, জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর সাত আবেদন​

আরও পড়ুন: ৩ মে পর্যন্ত বাড়ল লকডাউন, নতুন ছাড়-কড়াকড়ি নিয়ে নির্দেশিকা কাল: প্রধানমন্ত্রী​

এর আগে, গত সপ্তাহেও করোনা পরিস্থিতি নিয়ে মুখ খোলেন সনিয়া গাঁধী। এই অতিমারির জেরে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে চলেছে বলে জানান তিনি। তা নিয়ে সোমবার প্রধানমন্ত্রীকে আলাদা ভাবে চিঠিও লেখেন তিনি। এই পরিস্থিতিতে অনাহারে যাতে কারও মৃত্যু না হয়, তা সুনিশ্চিত করতে আর্জি জানান তিনি।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Sonia Gandhi COVID-19 Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE