সেই বিতর্কিত ছবি। ছবি: সংগৃহীত।
ফের এক বার নতুন করে বিতর্কে জড়ালেন স্বঘোষিত ধর্মগুরু ‘রাধে মা’ ওরফে সুখবিন্দর কউর। এ বার দিল্লির বিবেক বিহার থানায় স্টেশন হাউস অফিসারের চেয়ারে বসতে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে ধরা পড়েছে, রাধে মা বসে রয়েছেন স্টেশন হাউস অফিসার সঞ্জয় শর্মার চেয়ারে আর তাঁর পাশেই গলায় লাল চেলি জড়িয়ে হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং এসএইচও।
এ ছবি সামনে আসার পর থেকেই জোর বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই পুলিশ আধিকারিকের এ ভাবে কোনও স্বঘোষিত ধর্মগুরুকে নিজের আসন ছেড়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লির বিজেপি মিডিয়া ইনচার্জ প্রবীন শঙ্কর কপূর।
আরও পড়ুন:
‘বাবা’র হাওয়ায় ভেসে উঠে মোদীকে নিয়েও মন্তব্য ‘রাধে মা’র
মারুতি-সুজুকির কারখানায় ঢুকে পড়ল লেপার্ড!
ঘটনার জেরে সঞ্জয় শর্মা-সহ ছয় পুলিশকর্মীকে ইতিমধ্যেই বদলির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইস্টার্ন রেঞ্জের জয়েন্ট সিপি।
এর আগে রাম রহিম অপরাধী সাব্যস্ত হওয়ার পর বলেছিলেন, এটা তাঁর ‘কর্মফল’! সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করে সংবাদ শিরোনামে উঠে আসেন ‘রাধে মা’। মোদী সম্পর্কে তিনি বলেছিলেন, “আমার মতে মোদীজি এক জন রাজা। গোটা দেশের রাজা নরেন্দ্র মোদী। তিনি ঠিক সিদ্ধান্তই নেবেন। ... সব ক্ষমতাই ঈশ্বর এবং মোদীজির।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy