Advertisement
০৪ নভেম্বর ২০২৪

কালো তালিকায় রাস্তা নির্মাণ সংস্থা

ইস্ট-ওয়েস্ট করিডর সংযোগকারী জাটিঙ্গা-হাফলং দু’লেন রাস্তা নির্মাণের বরাতপ্রাপ্ত সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করল পূর্ত বিভাগ (এনএইচ)।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০৪:১১
Share: Save:

ইস্ট-ওয়েস্ট করিডর সংযোগকারী জাটিঙ্গা-হাফলং দু’লেন রাস্তা নির্মাণের বরাতপ্রাপ্ত সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করল পূর্ত বিভাগ (এনএইচ)।

২০১১ সালে জাটিঙ্গা-হাফলং দু’লেন রাস্তা নির্মাণের জন্য বরাত পেয়ে ছিল কলকাতার একটি বেসরকারি নির্মাণ সংস্থা। অভিযোগ, চার বছরে ওই রাস্তার ৮ কিলোমিটারের মধ্যে মাত্র দু’কিলোমিটার তৈরি করা হয়েছে। ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারির মধ্যে ওই সড়কের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু সময়মতো কাজ শেষ করতে পারেনি নির্মাণ সংস্থাটি। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটির কাজ দ্রুত শেষ করার দাবিতে বিভিন্ন সংগঠন বিক্ষোভ, অবরোধ করলেও লাভ হয়নি। এই পরিস্থিতিতে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কয়েক জন সদস্য অসমের রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচার্যের সঙ্গে দেখা করে জাটিঙ্গা-হাফলং সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ পেয়ে রাজ্যপাল ইস্ট-ওয়েস্ট করিডরের জাটিঙ্গা থেকে হাফলং পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তার কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি এ নিয়ে পূর্ত বিভাগের (এনএইচ) চিফ ইঞ্জিনিয়ারের কাছে রিপোর্ট চেয়েছিলেন। এমন পরিস্থিতিতে এ বার পূর্ত বিভাগ ওই নির্মাণ সংস্থাকে দু’বছরের জন্য ‘কালো তালিকাভুক্ত’ করল। ওই নির্দেশ জারি করেন রাজ্যের পূর্ত বিভাগের (এনএইচ) চিফ ইঞ্জিনিয়ার। অসমে আগামী ২ বছর ওই নির্মাণ সংস্থা পূর্ত বিভাগের (এনএইচ) কোনও টেন্ডারে অংশ নিতে পারবে না। চার বছর ধরে জাটিঙ্গা-হাফলং সড়ক বেহাল অবস্থায় পড়ে রয়েছে। নির্মাণ সংস্থাটি পাহাড় কেটে রেখে দিয়েছে। রাস্তার ৮ কিলোমিটারের মধ্যে ৬ কিলোমিটারে পিচের প্রলেপও উধাও। এতে প্রচণ্ড সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা।

অন্য বিষয়গুলি:

blacklisted Construction agency halflong
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE