Advertisement
০৪ নভেম্বর ২০২৪

কী সওদা ডেরা সচ্চা সৌদার সঙ্গে, সওয়াল কংগ্রেসের

হরিয়ানায় হেরে কংগ্রেস দুষছে ডেরা সচ্চা সৌদার সঙ্গে বিজেপির শেষ মুহূর্তের আঁতাঁতকে। কোন গোপন বোঝাপড়ার ভিত্তিতে একেবারে ভোটের মুখে বিজেপি ওই সংগঠনটির সঙ্গে আঁতাঁত করেছে, সেটাই এখন জানতে চায় কংগ্রেস। সিরসায় ভোট প্রচারে গিয়ে গুরমিত রাম রহিম সিংহ জি ইনসানের ডেরার খুব কাছেই সভা করেছিলেন নরেন্দ্র মোদী। সেখানে স্বচ্ছতা অভিযান নিয়ে রাম রহিম ও তাঁর প্রতিষ্ঠানের ভূমিকার ভূয়ষী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৪ ০৩:০৪
Share: Save:

হরিয়ানায় হেরে কংগ্রেস দুষছে ডেরা সচ্চা সৌদার সঙ্গে বিজেপির শেষ মুহূর্তের আঁতাঁতকে। কোন গোপন বোঝাপড়ার ভিত্তিতে একেবারে ভোটের মুখে বিজেপি ওই সংগঠনটির সঙ্গে আঁতাঁত করেছে, সেটাই এখন জানতে চায় কংগ্রেস। সিরসায় ভোট প্রচারে গিয়ে গুরমিত রাম রহিম সিংহ জি ইনসানের ডেরার খুব কাছেই সভা করেছিলেন নরেন্দ্র মোদী। সেখানে স্বচ্ছতা অভিযান নিয়ে রাম রহিম ও তাঁর প্রতিষ্ঠানের ভূমিকার ভূয়ষী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

এর পরই ডেরা সচ্চা সৌদার প্রধান রাম রহিম সিংহের আশ্রমে যান অমিত শাহ। যান দলের জনা ৪০ প্রার্থীও। এর পরই এই প্রথম কোনও রাজনৈতিক দল তথা বিজেপিকে খোলাখুলি সমর্থন জানান ডেরা-প্রধান। ভোটের দিনেও বুথে বুথে সক্রিয় ছিলেন সচ্চা সৌদার সদস্যরা।

কিন্তু কে এই রাম রহিম! হরিয়ানা ভোটের সঙ্গে তাঁর ডেরারই বা কী সম্পর্ক? মোটা দাগে বোঝাতে গেলে হরিয়ানার সিরসায় ‘ডেরা সচ্চা সওদা’ হল কতকটা মতুয়ার বড় মা-র আশ্রমের মতো। এঁরা একটি ধর্মীয় মতের কথা প্রচার করেন।

বালুচিস্তান থেকে এ দেশে এসে শাহ মস্তানা নামে এক ধর্মীয় গুরু ডেরা স্থাপন করেছিলেন। যিনি তাঁর শিষ্যদের মাঝে বেপরোয়া শাহ মস্তানা জি মহাজার বলেও পরিচিত ছিলেন। গুরমিত রাম রহিম সিংহ ডেরার শীর্ষ পদে তাঁরই উত্তরসূরি। এমনিতে ডেরার সামাজিক কর্মসূচির তালিকা লম্বা। পঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর ও পশ্চিম ভারতে নয় নয় করে ডেরার প্রায় কোটি খানেক অনুগামী রয়েছেন। তাঁদের বেশির ভাগই দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির। তাই ডেরা কোনও দলকে সমর্থন করলে তার প্রভাব ইভিএমে পড়তে বাধ্য।

ডেরা-প্রধানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম থেকে শুরু করে খুন-ধর্ষণের অভিযোগও রয়েছে। এমনকী তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত ও মামলাও ঝুলে রয়েছে।

যার সূত্রে কিছু দিন হাজতবাসও করেছেন রাম রহিমজি। তাই ডেরার সঙ্গে বিজেপির আঁতাঁত দেখে প্রশ্ন তুলছেন কংগ্রেস নেতারা। শাকিল আহমেদের প্রশ্ন, “তবে কি সিবিআই তদন্ত থেকে রেহাই দেওয়ার মর্মে ‘ডিল’ হয়েছে?” বিজেপি আঁতাঁতের অভিযোগ খারিজ করে দিলেও কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, “ভোট পেতে বিজেপি যে কোনও অনৈতিক কাজ বাদ দিচ্ছে না, আবার তার প্রমাণ মিলল। তবে ডেরা-প্রধানের বিরুদ্ধে সিবিআই মামলার পরিণতি এ বার কী হয় সে দিকে নজর রাখবে কংগ্রেস। অতীতে পঞ্জাব ভোটে ডেরার সঙ্গে কংগ্রেসের সওদা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতারা। এখন সেই প্রশ্ন বিজেপির দিকে ছুড়ে দিচ্ছে কংগ্রেস।

অন্য বিষয়গুলি:

haryana assembly election bjp inld
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE