চারমিনার থেকে খসে পড়ল চাঙড়। ফাইল চিত্র ।
হায়দরাবাদের চারমিনার থেকে বুধবার রাতে খসে পড়ল একটি চাঙড়। চারটির মধ্যে একটি মিনার থেকে চুনাপাথরের একটি পলেস্তারা খসে পড়েছে। গভীর রাতে এই ঘটনা ঘটায় কেউ আহত হননি। তবে ৪২৮ বছরের পুরনো সৌধ থেকে যে ভাবে চাঙড় খসে পড়ল তাতে চারমিনারর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠে গেল।
চারমিনারের দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, মক্কা মসজিদের দিকে যে মিনারটি রয়েছে তার গ্রানাইট স্ল্যাব থেকে আলগা হয়েই ওই অংশটি ভেঙে পড়েছে।
যেখানে চাঙড়টি ভেঙেছে পুলিশ সেই জায়গাটা ঘিরে রেখেছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে ঘুরতে বা নানা কাজে আসেন।পুরাতত্ত্ব বিভাগ ক্ষতিগ্রস্ত অংশমেরামতের কাজ শুরু করেছে।
When a chunk of history falls, it is reason for concern & contemplation: piece of one of the minarets of the historic #Charminar fell last night causing concern about structural stability of 400-year-old monument among archaeologists police also worried about safety @ndtv pic.twitter.com/fNQh7UafRl
— Uma Sudhir (@umasudhir) May 2, 2019
আরও পড়ুন : দু’হাত বাড়িয়ে ডাকছে হায়দরাবাদ
আরও পড়ুন : বুনো হাতিকে চুমু খেতে গিয়ে রক্তাক্ত যুবক
১৫৯১ সালে কুতুব শাহী রাজবংশের পঞ্চম শাসক মহম্মদ কুলি কুতুব শাহী এই চারমিনার তৈরি করেছিলেন।
মিনারগুলি প্রতিটি ৫৬ মিটার উঁচু। ঐতিহাসিক সৌধ অনুরাগীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, রক্ষণাবেক্ষণে গাফিলতি নিয়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy