কর্নাটকে সরকার গঠন নিয়ে জটিলতা কাটেনি এখনও। তাই কাবেরী জলবণ্টনের প্রকল্প আপাতত স্থগিত রাখতে বুধবার সুপ্রিম কোর্টে আর্জি জানাল কর্নাটক। কিন্তু সেই আর্জি মানতে রাজি হয়নি শীর্ষ আদালত।
আইনজীবী শ্যাম দিওয়ান সওয়ালে বলেন, ‘‘কর্নাটকে সরকার গঠনের প্রক্রিয়া চলছে। অন্য রাজ্যগুলির মতো আমরাও মত জানাতে আগ্রহী। জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রকল্প স্থগিত রাখা হোক।’’ কিন্তু আপত্তি
জানান তামিলনাড়ুর আইনজীবী শেখর নাফাড়ে। তিনি বলেন, ‘‘সরকারের ক্ষেত্রে শূন্যস্থান থাকে না। কর্নাটকে এখন কোনও সরকার নেই এ কথা বলা উচিত নয়।’’ বেঞ্চও কর্নাটকের আর্জি মানেনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওই প্রকল্পে প্রয়োজনীয় পরিবর্তন করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি দীপক মিশ্র।
খসড়া প্রকল্পের একটি ধারা নিয়ে আজ আপত্তি জানায় বেঞ্চ। ওই ধারা অনুযায়ী, কাবেরীর জল নিয়ে রাজ্যগুলির মধ্যে বিবাদে শেষ কথা বলার অধিকার ছিল কেন্দ্রের। প্রধান বিচারপতি বলেন, ‘‘কেন্দ্রের শেষ কথা বলার অধিকার নেই। আপনাদের উচিত আমাদের রায় আরও ভাল ভাবে বোঝার চেষ্টা করা।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy