Advertisement
০৫ নভেম্বর ২০২৪

দাউদ প্রশ্নে কেন্দ্রের মত বদল

এক সপ্তাহের মধ্যেই দাউদ ইব্রাহিম প্রশ্নে অবস্থান বদলালো নরেন্দ্র মোদী সরকার। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে মূল অভিযুক্ত দাউদ পাকিস্তানেই রয়েছেন বলে আজ সংসদে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তাঁকে ফিরে পেতে পাকিস্তানকে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান অবশ্য ফের জানিয়েছে, দাউদ সে দেশে নেই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মে ২০১৫ ০২:৫৩
Share: Save:

এক সপ্তাহের মধ্যেই দাউদ ইব্রাহিম প্রশ্নে অবস্থান বদলালো নরেন্দ্র মোদী সরকার। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে মূল অভিযুক্ত দাউদ পাকিস্তানেই রয়েছেন বলে আজ সংসদে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তাঁকে ফিরে পেতে পাকিস্তানকে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান অবশ্য ফের জানিয়েছে, দাউদ সে দেশে নেই।

গত সপ্তাহেই সাংসদ নিত্যানন্দ রাইয়ের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই চৌধুরি জানান, দাউদ কোথায় আছেন কেন্দ্র জানে না। এ নিয়ে কেন্দ্রকে তোপ দাগার সুযোগ পান বিরোধীরা। আমেরিকা যেমন ওসামা বিন লাদেনকে খুঁজে বের করেছে সে ভাবেই তাঁর সরকার দাউদকে খুঁজবে বলে প্রচারে বলেছিলেন মোদী। সেই প্রসঙ্গ তুলে কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ‘‘এখন পাকিস্তান ভারতকে দেখে হাসছে।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য তাদেরই অবস্থানকে সমর্থন করছে বলে দাবি ইসলামাবাদেরও।

আজ রাজনাথ জানিয়েছেন, পাকিস্তানে দাউদের উপস্থিতির প্রমাণ একাধিক বার ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে দিল্লি। যদিও বরাবরই তা খারিজ করে এসেছে পাকিস্তান। দুবাইতেও দাউদের উপস্থিতির প্রমাণ হাতে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। তবে আমেরিকা দাউদকে জঙ্গির তকমা দেওয়ার পরে তাঁর পক্ষে পাকিস্তান ছাড়া কঠিন হয়ে পড়েছে বলে দাবি গোয়েন্দাদের। দাউদের উপর হামলার আশঙ্কা তৈরি হলেই আইএসআইয়ের নির্দেশে তাঁকে সরিয়ে দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, সে দেশে যে ঠিকানায় দাউদ বিভিন্ন সময়ে থেকেছেন, সেগুলি নিয়ে ইসলামাবাদকে প্রমাণ দিয়েছে ভারত। রাজনাথ বলেন, ‘‘এত প্রমাণ দেওয়া সত্ত্বেও দাউদ কোথায় তা চিহ্নিত করতে ব্যর্থ পাক প্রশাসন। এখন দাউদকে খুঁজে বের করে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া ইসলামাবাদের দায়িত্ব।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE