বফর্স কেলেঙ্কারির তদন্ত ফের শুরু করার অনুমতি চাইতে সিবিআইকে নির্দেশ দিল প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটি। বফর্স কামান কেনা সংক্রান্ত কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর। ২০০৫ সালে দিল্লি হাইকোর্ট বফর্স মামলার প্রক্রিয়া বাতিল করে দেয়। মুক্তি পান অনাবাসী ভারতীয় শিল্পপতি শ্রীচাঁদ, উমিচাঁদ ও প্রকাশচাঁদ হিন্দুজা। তার পরে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়নি সিবিআই। এখন ১৯৮৬ সালের এই কেলেঙ্কারির সংক্রান্ত কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) রিপোর্ট ফের খতিয়ে দেখছে প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটি। কমিটির শুনানিতে আজ হাজির ছিলেন সিবিআই অধিকর্তা অলোক বর্মা এবং প্রতিরক্ষাসচিব সঞ্জয় মিত্র। কমিটি সূত্রে খবর, মামলাটি নিয়ে ফের এগোনো উচিত বলে জানিয়ে দেন অধিকাংশ সদস্যই। তার পরেই সুপ্রিম কোর্টে যাওয়ার অনুমতি পেতে নরেন্দ্র মোদী সরকারকে চিঠি লেখার নির্দেশ দেন কমিটির প্রধান বিজেডি সাংসদ ভ্রার্তৃহরি মহতাব।
সিবিআই অফিসারদের একাংশের মতে, মামলাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ২০১৬ সালের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল। তখন সিবিআই-ই জানায়, আপিল করতে তাদের অনুমতি দেয়নি তৎকালীন ইউপিএ সরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy