Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
OXFAM India

বিদেশি অনুদান আইন ভাঙা হয়েছে, এফআইআর মোদীর নীতিতে প্রশ্ন তোলা অসরকারি সংস্থার বিরুদ্ধে

বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) লঙ্ঘন করে অক্সফ্যাম ইন্ডিয়ার তরফে বিশেষজ্ঞ সংস্থা ‘সেন্টার ফর পলিসি রিসার্চ’-কে ১২ লক্ষ ৭১ হাজার টাকা দেওয়া হয়েছিল বলে সিবিআইয়ের অভিযোগ।

CBI registered FIR against Oxfam India for alleged foreign funding violations

বিদেশি অনুদান আইন ভাঙার অভিযোগে অক্সফ্য়ামের বিরুদ্ধে এফআইআর করল সিবিআই। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ ২২:৪৬
Share: Save:

বিদেশি অনুদান গ্রহণ সংক্রান্ত আইন ভাঙার অভিযোগে আন্তর্জাতিক অসরকারি সংগঠন অক্সফ্যামের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। তদন্তকারী সংস্থার অভিযোগ, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তে বেআইনি ভাবে অন্য অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকা বিদেশি অনুদান নিয়েছে অক্সফ্যামের ভারতীয় শাখা অক্সফ্যাম ইন্ডিয়া।

পাশাপাশি, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) লঙ্ঘন করে অক্সফ্যাম ইন্ডিয়ার তরফে বিশেষজ্ঞ সংস্থা ‘সেন্টার ফর পলিসি রিসার্চ’-কে ১২ লক্ষ ৭১ হাজার টাকা দেওয়া হয়েছিল বলে সিবিআইয়ের অভিযোগ। প্রসঙ্গত, গত মাসেই ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা ‘সেন্টার ফর পলিসি রিসার্চ’-এর বিদেশি অনুদান পাওয়ার লাইসেন্স খারিজ করেছিল নরেন্দ্র মোদী সরকার। এই বিশেষজ্ঞ সংস্থার সভাপতি কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের মেয়ে যামিনী আইয়ার।

বিদেশি অনুদান সংক্রান্ত আইন ভাঙায় গত বছর অক্সফ্যামের দফতরে তল্লাশি অভিযান চালিয়েছিল আয়কর দফতর। গত মার্চে তদন্তের ভার তুলে দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে। সিবিআইয়ের একটি সূত্রের দাবি, বিদেশি অনুদান হিসাবে পাওয়া অর্থ বিভিন্ন সংস্থায় পাঠিয়েছে অক্সফ্যাম। যা বিদেশি অনুদান সংক্রান্ত সংশোধিত আইনের পরিপন্থী।

আদিবাসী, দলিত, মুসলিম, নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করা অক্সফ্যাম বিভিন্ন সময় নরেন্দ্র মোদী সরকারের নানা নীতি মনিয়ে প্রশ্ন তুলেছে। গত বছরের সেপ্টেম্বরে তাদের দফতরে তল্লাশি অভিযান চালিয়েছিল আয়কর বিভাগ। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি উত্থাপন করেছিল ব্রিটেন। প্রসঙ্গত, আয়কর হানার আগে ২০২২-এর জানুয়ারি মাসেই বাতিল হয়ে গিয়েছিল অসরকারি সংস্থার বিদেশি অনুদান পাওয়ার লাইসেন্স।

অন্য বিষয়গুলি:

OXFAM India OXFAM CBI FCRA Foreign Contribution (regulation) Act (FCRA) Foreign Fund FIR
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy