Advertisement
০৩ নভেম্বর ২০২৪
National News

মোদীর বিরুদ্ধে মুখ খোলায় প্রকাশ রাজের বিরুদ্ধে মামলা দায়ের

মোদীর বিরুদ্ধে মুখ খোলার জেরেই নাকি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতার বিরুদ্ধে এই মামলা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আগামী শনিবার (৭ অক্টোবর) এই মামলার শুনানি রয়েছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৭ ২০:১১
Share: Save:

গৌরী লঙ্কেশের খুনের ঘটনায় কেন চুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

গত সোমবার এই প্রশ্ন তুলেছিলেন অভিনেতা প্রকাশ রাজ। বুধবার লখনউ-এর একটি আদালতে তাঁর বিরুদ্ধেই মামলা দায়ের করা হল। প্রকাশ রাজের বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী। মোদীর বিরুদ্ধে মুখ খোলার জেরেই নাকি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতার বিরুদ্ধে এই মামলা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আগামী শনিবার (৭ অক্টোবর) এই মামলার শুনানি রয়েছে।

আরও পড়ুন, হানিপ্রীতকে রাত ৩টে পর্যন্ত জেরা, ডিনারে দেওয়া হল ডাল-রুটি

আরও পড়ুন, সঙ্ঘ বালাই, কেরলে গিয়ে হুঙ্কার অমিতের

নামজাদা ভিলেন হিসেবেই সিনেমহলে পরিচিতি প্রকাশের। দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডি ছবিতেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘ কেরিয়ারে বহু পুরস্কার পেয়েছেন। কিন্তু নিজের পাঁচটি জাতীয় পুরস্কার ফিরিয়ে দিতে চান তিনি। কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তীব্র ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সোমবার সংবাদমাধ্যমে জানিয়েছেন প্রকাশ। তিনি বলেছেন, ‘‘আমার থেকে অনেক উঁচু দরের অভিনেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমার অ্যাওয়ার্ড ওঁকে দিয়ে দেওয়া উচিত।’’

প্রকাশের এই ক্ষোভের কারণ কী?

গত সেপ্টেম্বরে সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যা নিয়ে তোলপাড় হয়েছিল বিভিন্ন মহল। বেঙ্গালুরুতে বাড়ির সামনে আততায়ীরা এসে গুলি করে গৌরীকে। সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনারই তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রকাশ। ক্ষোভ উগরে তিনি বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় একটা বড় অংশের মানুষ গৌরীর হত্যার ঘটনাকে এনজয় করেছে, সেলিব্রেট করেছে। যারা এটা এনজয় করেছে তারা মোদীর ভক্ত! এটাই আমাকে ভাবিয়েছে।’’

প্রকাশ জানিয়েছেন, এই ঘটনায় নিজের অনুরাগীদের প্রতি মোদীর নিশ্চুপ থাকাই প্রমাণ করে উনি অনেক বড় অভিনেতা। তাঁর কথায়, ‘‘আমি নামজাদা অভিনেতা। মোদী আপনার কী মনে হয়, আপনি অভিনয় করবেন আর আমি বুঝতে পারব না? অন্তত এটুকু সম্মান তো আমি পেতেই পারি। অভিনেতা হিসেবে খুব ভাল করে বুঝতে পারব কোনটা অভিনয়, আর কোনটা সত্যি।’’

প্রকাশ রাজের অভিযোগের ভিডিও দেখুন...

সরাসরি প্রধানমন্ত্রীকে যে এ ভাবে আক্রমণ করবেন অভিনেতা, এ ব্যাপারে সোমবারই বিস্মিত হয়েছিলেন অনেকে। বিজেপির মুখপাত্র নলিন কোহালি এ নিয়ে কংগ্রেসকে আক্রমণও করেছিলেন। তবে অভিনেতার দাবি, তিনি কোনও রাজনৈতিক দলের হয়ে কোনও মন্তব্য করেননি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE