জলের তোড়ে ভেসে গেল গাড়ি। ছবি: টুইটার
পাহাড়ি রাস্তায় জলের তোড়ে ভেসে গেল আস্ত গাড়ি। রাস্তার ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাড়িটি জলের ধাক্কায় খাদে পড়ে গিয়েছে। গোটা ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের সুবনসিরি জেলায়। ভারী বর্ষণের ফলে সেখানে পাহাড়ে ধস নেমেছে। যাতায়াতের রাস্তার উপর দিয়েই প্রবল স্রোতে বইছে জল। বানভাসি অরুণাচলের রাস্তায় ভেসে গিয়েছে গাড়ি।
ভিডিয়োটিতে গাড়িটির কাছে তিন জনকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। হাঁটু সমান জলে ডুবে ছিল তাঁদের পা। দেখা যায়, প্রবল বৃষ্টি আর জলের ধাক্কায় ধীরে ধীরে গাড়িটি খাদের দিকে এগোচ্ছে। কোনও ভাবেই তা আটকানো সম্ভব হয়নি। জলের ধাক্কায় চার চাকা গাড়িটি শেষমেশ খাদেই পড়ে যায়।
#WATCH | Arunachal Pradesh: A Scorpio car washed away due to flash floods at Chiputa village in Lower Subansiri district (23.09) pic.twitter.com/9FMGMyUOuR
— ANI (@ANI) September 24, 2022
গত কয়েক দিন ধরেই অরুণাচল প্রদেশের একাধিক এলাকায় টানা বৃষ্টি চলছে। যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে। মৌসম ভবনও সেখানকার আবহাওয়া সম্পর্কে আশার কথা শোনাতে পারেনি। বলা হয়েছে, রবিবার পর্যন্ত অরুণাচলে ভারী বৃষ্টি চলবে।
সম্প্রতি উত্তরাখণ্ডেও প্রবল বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখান থেকে যে ছবি উঠে এসেছে, তা আরও ভয়াবহ। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে ধস নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে পাহাড়ের একাংশ। তার ফলে অন্তত ৪০ জন তীর্থযাত্রী আটকে পড়েছেন। বিপাকে পড়েছেন স্থানীয়রাও। এ বার অরুণাচল প্রদেশ থেকেও একই ছবি উঠে এল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy