দুরন্ত গতিতে ছুটছিল গাড়ি। আচমকা ডাম্পার ট্রাকে ধাক্কা। তিন জনের মৃত্যু। আহত আরও এক জন। রাজস্থানের আলওয়ার জেলার ঘটনা।
নওগাঁও থানার আধিকারিক ভূপেন্দ্র সিংহ জাট জানান, দিল্লি-মুম্বই জাতীয় সড়কে বৃহস্পতিবার দুর্ঘটনা হয়েছে। নিহতদের নাম মুস্তাকিন (২৫), রশিদ (২৫), আসফ আলি খান (২৫)। ২৪ বছরের জাহিদ গুরুতর আহত। চার জনই ভরতপুরের বাসিন্দা।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে চেরে চার জন ভরতপুর থেকে হরিয়ানার ফিরোজ়পুরের ঝিরকায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জাহিদকে কাছের হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দু্র্ঘটনার পরেই ট্রাক রেখে পালিয়ে গিয়েছেন চালক। তাঁর খোঁজ চলছে।