চুল নরম এবং সুন্দর রাখতে স্পা –এর উপকারিতা জানেন অনেকেই। স্পা করাতে কেউ ছোটেন সালোঁয়। আর যাঁদের সেই সময় হয় না, তাঁরা বাড়িতেই স্পা ক্রিম দিয়ে মালিশ করে চুলে শ্যাম্পু করে নেন।
বাজারে স্পা করার নানা রকম ক্রিম রয়েছে। কোনওটিতে রয়েছে নারকেল তেল, কোনওটিতে রয়েছে কেরাটিন। তার দামও নেহাত কম নয়। তবে যদি চান বাড়িতেই চুলের যত্ন নিতে, সামান্য উপকরণে নিজেই বানিয়ে নিতে পারেন স্পা করার ক্রিম।
১. নারকেলের দুধ
নারকেল তেলে যেমন ফ্যাটি অ্যাসিড থাকে, দুধেও থাকে। যাঁদের চুল ভীষণ রুক্ষ বা যাঁরা ঘন ঘন চুল সোজা করার যন্ত্র ব্যবহার করেন তাঁদের জন্য এই ক্রিমটি বিশেষ ভাবে উপযোগী। মাথার ত্বকের গভীরে গিয়ে চুল আর্দ্র রাখতে সাহায্য করে নারকেলের দুধ।
ক্রিম বানানোর উপায়: বাজারচলতি নারকেলের দুধ নিতে পারেন, আবার টাটকা নারকেল কুরিয়ে গরম জল মিশিয়ে দুধ বার করেও নিতে পারেন। একটি পাত্রে নারকেলের দুধ নিন। তার সঙ্গে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা দুধে গুলে মিশিয়ে দিন। কম আঁচে মিশ্রণটি একটু নাড়লেই ঘন ক্রিমের মতো হয়ে যাবে। তার সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ অলিভ অয়েল। ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল। সমস্ত উপকরণ খুব ভাল করে ফেটিয়ে নিলেই ক্রিমের মতো হয়ে যাবে।
২. অ্যালো ভেরা ক্রিম
শুধু ত্বক নয়, নিষ্প্রাণ চুলে জেল্লা ফেরাতেও কার্যকর অ্যালো ভেরা। অ্যালো ভেরা জেল দিয়েও স্পা ক্রিম বানানো যায়।
পদ্ধতি: ২ টেবিল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ নারকেল তেল খুব ভাল করে মিশিয়ে নিন। এতে ২টি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে ভিতরের তরলটি যোগ করুন। দিয়ে দিন ১ টেবিল চামচ মধু। সমস্ত উপকরণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ক্রিম।
আরও পড়ুন:
৩. তিসি
চুলের জন্য তিসির বীজ এবং চাল দুই-ই উপকারী। কেশচর্চায় চালের জল বা ভাতের মাড় ব্যবহার নতুন নয়। তিসিতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড।
পদ্ধতি: একটি পাত্রে জল নিয়ে তাতে ২ টেবিল চামচ তিসির বীজ এবং চাল ফুটিয়ে নিন। আঁচ কমিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি কয়েক মিনিটেই ঘন হয়ে যাবে। গরম অবস্থায় তা ছেঁকে নিন। ছেঁকে নেওয়ার পর এতে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে মিশিয়ে নিতে হবে। আবার আঁচে বসিয়ে একটু নাড়লেই সেটি ঘন হয়ে যাবে। মিশ্রণ ঘন হয়ে এলে ১ টেবিল চামচ নারকেল তেল এবং একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন।
কী ভাবে স্পা ক্রিম ব্যবহার করবেন?
প্রথমে চুলে শ্যাম্পু করে নিন। তোয়ালে দিয়ে মাথা মুছে ফেলুন। চুল ভিজে থাকা অবস্থায় ক্রিম মাথার ত্বক থেকে প্রতিটি চুলে হাত অথবা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন। হালকা হাতে মালিশ করুন। অন্তত আধ ঘণ্টা রাখুন। এই পর্যায়ে গরম জলে তোয়ালে ভিজিয়ে, সেটি নিংড়ে নিয়ে জলের ভাপ চুলে দিতে পারেন। তার পর শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করতে হবে। মাসে দুই-তিন বার ঘরোয়া ক্রিমে স্পা করতে পারেন।