অভরায়ণ্যে মানুষের যাতায়াত বাড়ছে। তাদের চলাফেরায়, কথাবার্তায় বিরক্ত হয়ে উঠছে বন্যপ্রাণও। মানুষের অনুপ্রবেশের জন্য খেপে উঠছে বনের প্রাণী। তেমনই একটি ঘটনা সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, পর্যটকবোঝাই একটি গাড়িকে তাড়া করেছে একটি বিশাল গন্ডার। অসমের মানস জাতীয় উদ্যোনে ঘুরতে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হয়ে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা। ভিডিয়োটি কবে তোলা হয়েছে তা সঠিক জানা যায়নি। পর্যটকদের ক্যামেরায় ধরা পড়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দু'টি গাড়ি নিয়ে পর্যটকেরা ঘুরতে বেরিয়েছিলেন। সেখানেই একটি একশৃঙ্গের মুখোমুখি হন তাঁরা। গন্ডার দেখে পর্যটকেরা বেশ খুশি হলেও পরমুহূর্তেই ঘটে যায় বিপত্তি। হঠাৎ করেই গাড়ির দিকে প্রবল গতিতে তেড়ে আসতে দেখা যায় গন্ডারটিকে। ভিডিয়োয় দেখা গিয়েছে পর পর দু'টি গাড়ি ছুটছে। তার পিছনে পাল্লা দিয়ে ছু়টে আসছে প্রাণীটি। এই ভাবে তেড়ে আসতে দেখে পর্যটকেরা আতঙ্কে চিৎকার করতে শুরু করেন। এক পর্যায়ে এসে গন্ডারটি একটি গাড়ির প্রায় খুবই কাছে চলে আসে। গন্ডারটি মাথা দিয়ে গাড়িটিকে ধাক্কা মারার চেষ্টা করে। চালককে গাড়ির যাত্রীরা আরও জোরে চালাতে নির্দেশ দেন। শেষমেশ কোনও রকমে গন্ডারের আক্রমণ থেকে রক্ষা পান তাঁরা। গন্ডার তাড়া করা বন্ধ করতেই স্বস্তি পান পর্যটকেরা।
‘নন্দন প্রতিম শর্মা বরদোলই’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তা নজর কেড়েছে নেটাগরিকদের। ভিডিয়োটি ইতিমধ্যেই সাড়ে আট হাজার বার দেখা হয়েছে। এই প্রথম নয়, ২০২২ সালেও একই ঘটনা ঘটেছিল এই জাতীয় উদ্যানে। মানসের বান হাবারি জঙ্গলে পর্যটকদের তাড়া করেছিল একটি গন্ডার। প্রায় এক কিলোমিটার ধরে তাড়া করে গন্ডারটি।