Advertisement
০৫ নভেম্বর ২০২৪

মোদী-শাহ চুপ

চব্বিশ ঘণ্টা কেটে গেল, শ্রীনগরে নিহত সাংবাদিক নিয়ে একটি শব্দও বেরল না প্রধানমন্ত্রীর মুখ থেকে। দলে তাঁর সেনাপতি অমিত শাহও নীরব।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুন ২০১৮ ০৪:২৯
Share: Save:

চব্বিশ ঘণ্টা কেটে গেল, শ্রীনগরে নিহত সাংবাদিক নিয়ে একটি শব্দও বেরল না প্রধানমন্ত্রীর মুখ থেকে। দলে তাঁর সেনাপতি অমিত শাহও নীরব।

অথচ কাল রাতে ওড়িশার ‘রাজা’ পর্বের অভিনন্দন জানানো থেকে আজ ডিজিটাল ভারতের সাফল্য নিয়ে কম টুইট মোদী করেননি। কিন্তু কাশ্মীরের বিশিষ্ট সাংবাদিক শুজাত বুখারির হত্যাকাণ্ড নিয়ে একটি শব্দও নেই। প্রধানমন্ত্রীর এই নীরবতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরাও। কংগ্রেসের মতে, কথায় কথায় সব বিষয়ে টুইট করা মোদী আসল সময়ে কেন বাকরুদ্ধ হয়ে যান? সমাজবাদী পার্টির আজম খান বলছেন, ‘‘প্রধানমন্ত্রী নিজে ফিট, কিন্তু দেশ আনফিট। সাংবাদিক, জওয়ানকে হত্যা করা হচ্ছে, তিনি নির্বিকার!’’ বিজেপি অবশ্য জবাবে বলছে, সব বিষয়ে প্রধানমন্ত্রীর টুইট করারই বা কী আছে!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE