আবু ধাবি বিমানবন্দর থেকে আটক করা হল দাউদ ইব্রাহিমের সহযোগী ছোটা শাকিলের ভাই আনোয়ার বাবু শেখ ওরফে শিবাকে। মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের চক্রান্তের পাশাপাশি মুম্বই ও ঠাণেতে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে আনোয়ারের বিরুদ্ধে।
মুম্বই পুলিশ আজ জানিয়েছে, শুক্রবার করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবু ধাবিতে আসে বছর ছেচল্লিশের আনোয়ার। তার কাছে একটি পাকিস্তানি পাসপোর্ট ছিল। ভুয়ো পাসপোর্ট নিয়ে ভ্রমণ করার অভিযোগে তাকে কাস্টমস আধিকারিকেরা আটক করেন।
দাউদ ইব্রাহিমের অন্যতম ঘনিষ্ঠ ছোটা শাকিলের ভাই আনোয়ারও মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের চক্রান্তে সক্রিয় ভূমিকা নিয়েছিল বলে অভিযোগ সিবিআইয়ের। ২০০০ সালের গোড়ার দিকে ভারত ছেড়ে পালিয়ে যায় আনোয়ার। তখনই তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল ইন্টারপোল। ঠাণে পুলিশ সূত্রের খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গেও যোগ রয়েছে আনোয়ারের। ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেশ ছেড়ে পালানোর আগে সে বেশ কয়েকটি নাশকতার সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। আনোয়ারকে ফেরানোর জন্য ঝাঁপাচ্ছে দিল্লি। অগুস্তা কাণ্ডে ক্রিশ্চিয়ান মিশেলকে ফিরিয়ে এবং ব্রিটেন থেকে বিজয় মাল্যর ব্যাপারে প্রাথমিক সবুজ সঙ্কেত পেয়ে কেন্দ্রের আত্মবিশ্বাসও যথেষ্ট। এর আগে ছোটা রাজনকেও েফরানো গিয়েছিল। আবার পুরুলিয়া অস্ত্রবর্ষণ মামলায় অভিযুক্ত কিম ডেভিকে ফেরানোর ব্যাপার নিয়েও ডেনমার্কের সঙ্গেও কথা বলবে কেন্দ্র।
ইতিমধ্যে আমিরশাহি সরকারের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। তবে আনোয়ােরর কাছে পাক পাসপোর্ট থাকায় চেষ্টা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়েছে। সূত্রের খবর, পাকিস্তানও আনোয়ারকে চেয়ে যোগাযোগ করেছে। ভাইয়ের জন্য দুবাইয়ের একটি ল’ফার্মকে নিয়োগ করেছে শাকিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy