—প্রতীকী চিত্র।
মুম্বইয়ের পর এ বার মধ্যপ্রদেশের ইনদওর। এ বারও ‘ব্লু হোয়েল’ গেমের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করল স্কুল পড়ুয়া। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রাজেন্দ্রনগর থানা এলাকার চামেলি দেবী পাবলিক স্কুলে।
পুলিশ জানিয়েছে, ওই দিন স্কুলের তিন তলার বারান্দার রেলিংয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ কিছু ছাত্র। বিষয়টি লক্ষ্য করেন স্কুলেরও এক শিক্ষক ফারুক শেখ। তিনি জানান, ছেলেটি ঝাঁপ মারার ঠিক আগেই ছুটে গিয়ে রেলিং থেকে টেনে নামানো হয়।
রাজেন্দ্রনগর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক ভিপি শর্মা জানান, ওই পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ক’দিন আগে থেকেই সে তার বাবার মোবাইল থেকে খেলছিল এই ব্লু হোয়েল চ্যালেঞ্জ। এই অনলাইন গেমের চ্যালেঞ্জ বা টাস্ক পূরণ করতেই সে বিল্ডিংয়ের তিন তলা থেকে ঝাঁপাতে গিয়েছিল।
আরও পড়ুন:
ব্লু হোয়েল তো বটেই, ভয়ঙ্কর এই অনলাইন গেমগুলি থেকেও সাবধান থাকুন
ব্লু হোয়েল বিপজ্জনক, কেন্দ্রকে চিঠি দিচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী
বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন অনলাইন গেম খেলতে গিয়ে বিশ্বজুড়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বাড়ছে দুর্ঘটনাও। একই সঙ্গে অস্বাভাবিক ভাবে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। ইদানীংকালে ইউরোপের বিভিন্ন দেশে একাধিক দুর্ঘটনা এবং আত্মহত্যার ঘটনায় নাম জড়িয়েছে ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’ নামের একটি সোশ্যাল গেমিং-এর। এই ধরনের গেমকে বলা হয় ‘ডিপ ওয়েব গেম’।
এর আগে আন্ধেরির ঘটনার পরিপ্রেক্ষিতে ১ অগস্ট, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস রাজ্য বিধানসভায় বলেন, “ব্লু হোয়েল গেমটি খুব বিপজ্জনক। গেমটি অনেকেরই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি আমি কেন্দ্রকে শীঘ্রই জানাব।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy