Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Bihar Assembly Election 2020

বিহারে দ্বিতীয় দফার ভোট মঙ্গলবার, ৯৪ আসনে লড়াই

প্রথম দফার ভোটে বড় ধরনের কোনও অশান্তি না হলেও করোনা বিধি ভাঙার অভিযোগ উঠেছিল অনেক জায়গাতেই।

ইভিএম নিয়ে বুথের উদ্দেশে ভোটকর্মী এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। ছবি: পিটিআই।

ইভিএম নিয়ে বুথের উদ্দেশে ভোটকর্মী এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। ছবি: পিটিআই।

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ১৮:২৪
Share: Save:

প্রথম দফার ভোটগ্রহণের পরে যুযুধান দুই শিবিরের কড়া টক্করের ইঙ্গিত মিলেছে। এই আবহে মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফার নির্বাচন হতে চলেছে। ১৭টি জেলার ৯৪ আসনের এই ভোটে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদের দুই ছেলে তেজস্বী এবং তেজপ্রতাপ যাদব

২৪৩ আসনের বিহার বিধানসভার ভোট এ বার তিন দফায় হচ্ছে। গত ২৮ অক্টোবর প্রথম দফার ভোটে ৭১ আসনে প্রথম দফার ভোটে বড় কোনও অশান্তি না হলেও করোনা বিধি ভাঙার অভিযোগ উঠেছিল অনেক জায়গাতেই। সামাজিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়ানো, বুথের অদূরের জমায়েত ঠেকাতে এ বার আরও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রের খবর।

দ্বিতীয় দফায় ভোট হতে যাওয়া ৯৪টি আসনের মধ্যে ২০১৫ সালের ভোটে আরজেডি ৩৩টিতে জিতেছিল। জেডি(ইউ) ৩০, বিজেপি ২০, কংগ্রেস ৭ এবং অন্যেরা ২টি আসনে জয়ী হয়। তবে পাঁচ বছর আগে আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে ‘মহাগঠবন্ধন’-এ ছিল জেডি(ইউ)। এ বার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল বিজেপির সঙ্গী।

আরও পড়ুন: অরুণাচল সীমান্ত পর্যন্ত রেল প্রকল্প ঘোষণা চিনের, নজর রাখছে দিল্লি

‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী বৈশালী জেলার রাঘোপুর কেন্দ্রে লড়ছেন। তিনি ওই কেন্দ্রেরই বিদায়ী বিধায়ক। তেজপ্রতাপ লড়ছেন সমস্তিপুর জেলার হাসনপুর কেন্দ্রে। গতবার তিনি বৈশালীর মহুয়া কেন্দ্র থেকে জিতেছিলেন। তেজপ্রতাপের শ্বশুর চন্দ্রিকা রাই এ বার আরজেডি ছেড়ে নিজের কেন্দ্র পারসায় (সারন জেলা) জেডি(ইউ) প্রার্থী হয়েছেন। সমস্তিপুরের সরাইরঞ্জন কেন্দ্রে জেডি(ইউ) প্রার্থী বিদায়ী বিধানসভার স্পিকার বিজয় চৌধুরী।

আরও পড়ুন: অভিনন্দন বর্তমান নিয়ে মন্তব্য, বিরোধী নেতার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের মামলা করছে পাকিস্তান​

অন্য বিষয়গুলি:

Bihar Assembly Election 2020 Bihar Assembly Election Bihar Election 2020 Tejashwi Prasad Yadav Tej Pratap Yadav RJD JDU
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy