Advertisement
E-Paper

বুধের মধ্যরাত থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ বালি ব্রিজে! বন্ধ থাকবে কোন কোন রাস্তা, বিকল্পই বা কী

বালি ব্রিজের বালিমুখী লেন বন্ধ করা হবে ২২ জানুয়ারি (বুধবার) রাত ১২টায়। ওই লেন ধরে যান চলাচল বন্ধ থাকবে ২৭ জানুয়ারি (সোমবার) ভোর ৪টে পর্যন্ত।

Traffic restriction on Bally bridge from 23 January to 26 January for renovation work

বালি ব্রিজ। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২০:৪৫
Share
Save

রেলসেতুর মেরামতির কাজ হবে। সেই কারণে বুধবার মধ্যরাত থেকে চার দিন বালি ব্রিজের (বিবেকানন্দ সেতু) এক দিকের লেন পুরোপুরি বন্ধ রাখা হবে। যান নিয়ন্ত্রণ করা হবে সেতুর উপর। ফলে বেশ কয়েকটি রাস্তা বন্ধ থাকবে। ঘুরপথে বাস-গাড়ি চলাচল করবে। পরিবহণ দফতরের তরফে সেই নির্দেশিকা পাওয়ার পরেই চার দিনের জন্য নতুন রুটের কথা ঘোযণা করল হাওড়া পুলিশ কমিশনারেট।

সেতুর বালিমুখী লেন বন্ধ করা হবে ২২ জানুয়ারি (বুধবার) রাত ১২টায়। ওই লেন ধরে যান চলাচল বন্ধ থাকবে ২৭ জানুয়ারি (সোমবার) ভোর ৪টে পর্যন্ত। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই সময়ের মধ্যে বালি ব্রিজের উপর বালিঘাট-বালি হল্টের মধ্যে লেনে কোনও যান চলাচল করবে না। বন্ধ থাকবে দক্ষিণেশ্বর থেকে বালিঘাটের লেন। ফলে ওই লেন দিয়ে দক্ষিণেশ্বর থেকে হাওড়াগামী কোন বাস এবং চারচাকার গাড়ি চলবে না।

দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া ভারী গাড়িগুলিকে পাশের নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তবে বালি থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়া লেনটিতে যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে পুলিশ। তবে সাধারণ মানুষের সুবিধার জন্য সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দু’চাকা এবং তিন চাকার যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে। নিবেদিতা সেতু দিয়ে যাতায়াতের কারণে ওই চার দিন বাসের ‘টোল ট্যাক্স’ লাগবে না।

প্রসঙ্গত, রেলের তরফে আগেই জানানো হয়েছে, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝখানে একটি সেতুতে গার্ডার পরিবর্তন এবং ব্যালাস্ট লাইন বসানোর জন্য ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল করবে না। ওই সময়ের মধ্যে ২২ জোড়া ডানকুনি লোকাল ট্রেন বাতিল থাকবে। শুধু লোকাল ট্রেন নয়, বেশ কয়েকটি এক্সপ্রেসও বাতিল থাকবে ওই চার দিন। সেই তালিকায় রয়েছে কলকাতা-পটনা গরিবরথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস এবং কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস।

bally bridge Traffic Rule Traffic Restrictions

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।