Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Nitish Kumar

বক্তৃতার মাঝেই ‘লালু জিন্দাবাদ’ স্লোগান, মেজাজ হারালেন নীতীশ

বুধবার সরণ জেলার পারসা বিধানসভা ক্ষেত্রের ডেরনিতে ভোট প্রচারে গিয়েছিলেন নীতীশ।

নীতীশ কুমার। ছবি: পিটিআই।

নীতীশ কুমার। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২০ ১৯:৪০
Share: Save:

ভোটপ্রচারে গিয়ে মেজাজ হারালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বক্তৃতা থামিয়ে সমবেত শ্রোতাদের রীতিমতো ধমকাতে শোনা গেল তাঁকে।

সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে বুধবার সরণ জেলার পারসা বিধানসভা ক্ষেত্রের ডেরনিতে ভোট প্রচারে গিয়েছিলেন নীতীশ। মঞ্চে নীতীশ ছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় জনতা দলের(আরজেডি) প্রাক্তন নেতা চন্দ্রিকা রাই।

নীতীশ কুমার মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন। হঠাত্ই সমাবেশের মধ্যে থেকে স্লোগান ওঠে ‘লালু জিন্দাবাদ’। বেজায় চটে যান নীতীশ। মাঝপথেই বক্তৃতা থামিয়ে তিনি জিজ্ঞাসা করেন, ‘ভাই হাত ওঠান একটু, মাঝে কী যেন বলছিলেন আপনারা?’ সঙ্গে সঙ্গে সমাবেশ থেকে একটা কোলাহল ওঠে। এ বার ধমকের সুরে নীতীশ বলেন, “এখানে এ ধরনের ভাষা ব্যবহার করবেন না। যদি ভোট না দিতে চান, দেবেন না। কিন্তু এ ভাবে হল্লা করা কি ঠিক?” ফের সমস্বরে সমাবেশ থেকে আওয়াজ ওঠে— ‘না’।



এর পরই নীতীশ বলেন, “এ ভাবে হল্লা করলে হবে না। যাঁর ভোটের জন্য এখানে এসেছেন, তাঁর ভোটও নষ্ট করবেন আপানারা। এ রকম শিশুসুলভ আচরণ করবেন না।” চন্দ্রিকা রাইয়ের সমর্থনে ভোট প্রচারে এ দিন পারসাতে গিয়েছিলেন নীতীশ। কিন্তু বক্তৃতার মাঝপথে এমন স্লোগান শুনে বেজায় অস্বস্তিতে পড়েন তিনি।

আরও পড়ুন: ‘আমার জীবন শেষ করে দিয়েছে’, ফডণবীসের বিরুদ্ধে তোপ দেগে এনসিপি-তে খাড়সে

অন্য বিষয়গুলি:

Nitish Kumar Bihar Assembly Election 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy