Advertisement
০৩ নভেম্বর ২০২৪
National News

বিস্ফোরণের পর সরিয়ে দেওয়া হল ভিলাই স্টিল প্ল্যান্টের সিইও-কে

মঙ্গলবার সকালে ছত্তীসগঢ়ের ওই প্ল্যান্টের ১১ নম্বর কোক আভেন ব্যাটারি কমপ্লেক্স-এ নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময়ই গ্যাসের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

ভিলাই স্টিল প্ল্যান্টের গ্যাসের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। —ফাইল চিত্র।

ভিলাই স্টিল প্ল্যান্টের গ্যাসের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ২০:০৮
Share: Save:

ভিলাই স্টিল প্ল্যান্টে বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। ওই দুর্ঘটনার জেরে সরিয়ে দেওয়া হল প্ল্যান্টের তিন শীর্ষ কর্তাকে। এর মধ্যে রয়েছেন সংস্থার সিইও এম রবি-সহ জেনারেল ম্যানেজার (সেফটি) এবং ডিজিএম (এনার্জি ম্যানেজমেন্ট)। বুধবার সংস্থার তরফে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এম রবিকে পদত্যাগ করতে বলার পাশাপাশি বাকি দুই শীর্ষ আধিকারিককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে ছত্তীসগঢ়ের ওই প্ল্যান্টের ১১ নম্বর কোক আভেন ব্যাটারি কমপ্লেক্স-এ নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময়ই গ্যাসের পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আগুনে ঝলসে যান ৯ জন। নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলেই মারা যান ৯ জন। এ দিন হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ১২ জন।

এ দিন ঘটনাস্থল পরিদর্শনে যান কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী চৌধুরি বীরেন্দ্র সিংহ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাও রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা বলেছেন। রাজ্যকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। ইতিমধ্যেই আহতদের চিকিৎসার জন্য এইমস-এর চার জন বিশেষজ্ঞ চিকিৎসককে ভিলাইতে পাঠিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন: ‘পিছন থেকে হঠাৎ কোমর জড়িয়ে ধরল রণতুঙ্গা’
আরও পড়ুন: ১৯৪ জন রাজনীতিক ভুল প্যান-তথ্য দিয়েছিলেন নির্বাচন কমিশনকে?

গত চার বছরে ভিলাইয়ের এই প্ল্যান্টে দ্বিতীয় বার এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটল। এর আগে ২০১৪-তে আরও একটি দুর্ঘটনা ঘটেছিল। সে সময় গ্যাস লিক করে মারা গিয়েছিলেন ৬ জন। আহত হয়েছিলেন ৩০।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE