Advertisement
০৫ নভেম্বর ২০২৪

নয়া দল, সিকিমের রাজনীতিতে ভাইচুং

সিকিমের পবন চামলিং সরকারের বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ এনেছেন দেশের প্রাক্তন ফুটবল অধিনায়ক। নয়াদিল্লিতে তাঁর মন্তব্য, ‘‘দলের সভাপতি বা মুখ্যমন্ত্রী হওয়ার লোভে দল করিনি।

বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে ভাইচুং। ছবি: পিটিআই।

বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে ভাইচুং। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৮ ০৩:২৪
Share: Save:

তৃণমূল ছাড়ার দু’মাস পরে আজ নতুন দল গড়ার কথা ঘোষণা করলেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক ভাইচুং ভুটিয়া। তাঁর দলের নাম, হামরো সিকিম। নতুন দল গড়ার কথা জানিয়ে ভাইচুং বলেন, ‘‘তৃণমূলে আমি ছিলাম একজন বহিরাগত। আমার তারকা ভাবমূর্তিকে কাজে লাগিয়েছিল ওঁরা। উপর থেকে এনে বসিয়ে দেওয়া হয়। তা ছাড়া গোর্খাল্যান্ডের নিয়েও দলের সঙ্গে আমার মতের মিল হয়নি।’’

সিকিমের পবন চামলিং সরকারের বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ এনেছেন দেশের প্রাক্তন ফুটবল অধিনায়ক। নয়াদিল্লিতে তাঁর মন্তব্য, ‘‘দলের সভাপতি বা মুখ্যমন্ত্রী হওয়ার লোভে দল করিনি। সিকিমের দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে যুবশক্তিকে সঙ্গে নিয়ে এই দল গড়া হয়েছে।’’ পরে বলেন, ‘‘দল নির্দেশ দিলে ভোটে লড়ব।’’ রাজনৈতিক সূত্রের মতে, চামলিং সরকারকে চাপে রাখতে বিজেপি কাজে লাগাতে চায় ভাইচুংকে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে চামলিংয়ের ফ্রন্টকে সরিয়ে এই ‘হামরো সিকিম’ দলকে এনডিএ-র শরিক হিসেবে দেখলেও আশ্চর্য হওয়ার কিছু নেই।

ফেব্রুয়ারি মাসে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন এই প্রাক্তন ফুটবলার। প্রাথমিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও পরে তা ফিকে হয়ে আসে। লোকসভায় (দার্জিলিং) এবং আর এক বার বিধানসভায় (শিলিগুড়ি) প্রার্থী হয়ে হারার পরে তিনি রাজ্যসভার প্রার্থী হতে চেয়েছিলেন বলে রাজনৈতিক সূত্রের খবর। কিন্তু টিকিট না পেয়ে অসন্তুষ্ট হয়ে দলের সঙ্গে দূরত্ব তৈরি করেন ভাইচুং। দার্জিলিংকে কেন্দ্র করে সিকিমের সঙ্গে রাজনৈতিক টানাপড়েন শুরু হওয়ার পরে রাজ্যের রাজনৈতিক এবং সরকারি পদে থাকা ভাইচুংয়ের পক্ষে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE