কানওয়াল তনুজ। ছবি: সংগৃহীত।
স্বচ্ছ ভারত অভিযানের প্রচার করতে এসে কুরুচিকর মন্তব্য করে বসলেন বিহারের অরঙ্গাবাদের জেলাশাসক কানওয়াল তনুজ। শৌচালয় তৈরির টাকা তুলতে স্ত্রীকে বিক্রির করার পরামর্শ দেন তিনি। জেলাশাসকের সেই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকের মতে, শৌচাগারের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে তিনি যা বললেন তা শুধু নিন্দনীয়ই নয়, লজ্জাজনকও বটে।
গত শনিবার গ্রামের এক সভায় তিনি বলেন, ‘‘যদি পারেন নিজের স্ত্রীর সম্ভ্রম রক্ষা করুন। আপনি ঠিক কতটা গরিব? আপনার স্ত্রীর মূল্য যদি ১২ হাজার টাকার কম হয় তবে হাত তুলুন।’’ এখানেই শেষ নয় ফের তিনি বলে ওঠেন, ‘‘আগে আমার কথা শুনুন, তার পর হাত তুলবেন। এমন কেউ আছেন কি যিনি বলবেন, আমাকে ১২ হাজার টাকা দিন তার বিনিময়ে আমার স্ত্রীর সম্ভ্রম নিয়ে নিন? কেউ কি এমন আছেন?’’
আরও পড়ুন: দিল্লির স্কুলে প্রসব ক্লাস টেনের ছাত্রীর, গ্রেফতার প্রৌঢ় ধর্ষক
জেলাশাসকের এই মন্তব্য শুনে এক গ্রামবাসী তাঁর উদ্দেশে জানান বাড়িতে শৌচাগার তৈরি করার মতো অর্থ তাঁর কাছে নেই। এই উত্তর শুনে সামনেপিছনে না ভেবে বেফাঁস মন্তব্য করে বসেন কানওয়াল। বলেন ‘‘আমি আপনার সঙ্গে কথা বলব। যদি আপনার কথা সত্যি হয় তবে যান নিজের স্ত্রীকে বিক্রি করে দিন। অনেকেই আগাম টাকার কথা বলছেন। তাঁরা আগাম টাকা পেয়েও গিয়েছেন। তবে অপ্রয়োজনীয় কাজে সেই টাকা খরচ করে দিয়েছেন।’’ জেলাশাসক কী করে এমন মন্তব্য করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। মহিলাদের সম্ভ্রম নিয়ে নিন্দনীয় মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। ' " " (_)
#WATCH Aurangabad's DM Kanwal Tanuj says, " go sell your wife" to a person while addressing a public gathering on cleanliness (22.07) #Bihar pic.twitter.com/kqkQpVdC1q
— ANI (@ANI) July 23, 2017
জেলাশাসকের এই মন্তব্য শুনে এক গ্রামবাসী তাঁর উদ্দেশে জানান বাড়িতে শৌচাগার তৈরি করার মতো অর্থ তাঁর কাছে নেই। এই উত্তর শুনে সামনেপিছনে না ভেবে বেফাঁস মন্তব্য করে বসেন কানওয়াল। বলেন ‘‘আমি আপনার সঙ্গে কথা বলব। যদি আপনার কথা সত্যি হয় তবে যান নিজের স্ত্রীকে বিক্রি করে দিন। অনেকেই আগাম টাকার কথা বলছেন। তাঁরা আগাম টাকা পেয়েও গিয়েছেন। তবে অপ্রয়োজনীয় কাজে সেই টাকা খরচ করে দিয়েছেন।’’ জেলাশাসক কী করে এমন মন্তব্য করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। মহিলাদের সম্ভ্রম নিয়ে নিন্দনীয় মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। (_)
ভিডিও সৌজন্যে: এএনআই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy