Advertisement
০২ নভেম্বর ২০২৪
National News

‘গীত নয়া গাতা হুঁ’ শুনুন বাজপেয়ীর সেই কণ্ঠস্বর

অটলবিহারী বাজপেয়ীর রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকলেও কখনওই পুরোপুরি চাপা পড়ে যায়নি তাঁর কবি প্রতিভা। তাঁর কবিতায় দেশের প্রতি দেশবাসীর প্রতি গভীর মমত্ব বোধ বার বার উঠে এসেছে।

অটলবিহারী বাজপেয়ী। গ্রাফিক: তিয়াসা দাস।

অটলবিহারী বাজপেয়ী। গ্রাফিক: তিয়াসা দাস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৮ ১৫:৩৩
Share: Save:

অটলবিহারী বাজপেয়ীর রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকলেও কখনওই পুরোপুরি চাপা পড়ে যায়নি তাঁর কবি প্রতিভা। কবিতা লেখায় তাঁর হাতে খড়ি বাবা কৃষ্ণবিহারী বাজপেয়ীর কাছে। কলেজস্তরে পড়াশোনাও সাহিত্য নিয়ে। হিন্দি,ইংরেজি সংষ্কৃত। তাঁর কবিতায় দেশের প্রতি দেশবাসীর প্রতি গভীর মমত্ব বোধ বার বার উঠে এসেছে।

তাঁর অসাধারণ বাগ্মিতা অনেকসময় পুষ্ট হতো কবিতার পংক্তিতে। মানব কল্যাণের শাশ্বত দর্শনকে বিভিন্ন আঙ্গিকে তাঁর কবিতায় তুলে ধরেছেন। তার লেখা কবিতার বেশ কিছু বই রয়েছে। তার মধ্যে ‘কেয়া খোয়া কেয়া পায়া’ ‘নয়ি দিশায়েঁ’, ‘মেরি ইকাবনা কবিতায়েঁ’ ‘শ্রেষ্ঠ কবিতা’ সমালোচকদের প্রশংসা পেয়েছিল।তাঁর কবিতাকে গজলে রূপ দিয়ে গেয়েছিলেন গজল শিল্পী জগজিৎ সিংহ। সেই অ্যালবামের নাম ‘সমবেদনা’।

রাজনৈতিক কর্মসূচির ফাঁকে ফাঁকে বাজপেয়ীকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে নিজের লেখা কবিতা পাঠ করতে। তাঁর রাজনৈতিক সতীর্থদের পাশাপাশি সেই কবিতা সব প্রজন্মের সাহিত্যপ্রেমীকেই আনন্দ দিয়েছিল।

দেখুন ভিডিয়ো

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE