নরেন্দ্র মোদীর সরকার মুখে অর্থনীতির হাল ফেরানোর কথা বললেও কাজের কাজ কিছুই করছে না বলে অভিযোগ করলেন প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি। শুক্রবার একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে শৌরি বলেন, দেশের আর্থিক বৃদ্ধির হার ৮ বা ১০ শতাংশে নিয়ে যাওয়ার যে দাবি করা হচ্ছে, তা ‘ব়ড় বড় কথা ছাড়া আর কিছুই নয়’। শৌরির কথায়, ‘‘খবরের কাগজে নাম তোলার জন্যই এ সব কথা বলা হচ্ছে। কিন্তু বাস্তবে কিছুই করা হচ্ছে না।’’
মোদীর সরকারের বিরুদ্ধে ইদানীং এমন অভিযোগ, মৃদু স্বরে হলেও তুলতে শুরু করেছে শিল্পমহল। তাদের বক্তব্য, দ্বিতীয় ইউপিএ সরকারের নীতিপঙ্গুত্বের পরে এনডিএ সরকারের কাছে বড় মাপের সংস্কার প্রত্যাশা করা হয়েছিল। আর যে হেতু এ বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, তাই তাদের কাছ থেকে সাহসী পদক্ষেপই প্রত্যাশিত ছিল। কিন্তু সরকারের বয়স প্রায় এক বছর হতে চললেও তেমন কোনও কাজ তারা করে উঠতে পারেনি। বিমা বিল পাশ হলেও এখনও আটকে জমি বিল। এবং সেই বিলের চেহারা দেখেও বিশেষ খুশি নয় শিল্প মহল।
শৌরি বলেছেন, ‘‘দীপক পরাখের মতো এক জন (এইচডিএফসি ব্যাঙ্কের প্রধান) যখন বলছেন যে পরিবর্তন কিছুই হয়নি, তখন সেটাকে সতর্কবার্তা হিসেবেই ধরতে হবে।’’
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের সময় নিজের নাম লেখা স্যুট পরা নিয়েও মোদীর তীব্র সমালোচনা করেছেন শৌরি। তাঁর মতে, ‘‘এটা অভাবনীয় ঘটনা, এবং বড় মাপের ভুল। উনি (মোদী) কেন ওই স্যুটটা নিয়েছিলেন আর পরেছিলেন, সেটা আমার মাথায় ঢোকেনি। আপনি গাঁধীজির কথা বলবেন আবার এ ধরনের কাজ করবেন, সেটা হয় না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy