ফাইল চিত্র।
অপমান আর নির্যাতনের ক্ষোভটা জমা ছিল অনেক দিন ধরেই। এবার মেজর নিতিন ললিত গগৈকে সম্মানিত করার খবরটা পেয়ে আর চুপ থাকতে পারলেন না। সরাসরি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ফারুক আহমেদ দার। সেই ফারুক, যাঁকে জিপের সামনে বেঁধে ঘোরানো হয়েছিল কাশ্মীরে। যে ঘটনার ভিডিও ঝড় তুলেছিল গোটা দেশে। যে সেনাকর্তা এই কাণ্ডটা ঘটান সেই মেজর গগৈকে পুরস্কার খবরে তিনি স্তম্ভিত, এমনটাই প্রতিক্রিয়া ফারুকের। তাঁর কথায়, মেজর জেনারেল গগৈকে পুরস্কৃত করে সেনাবাহিনী মোটেই ন্যায়বিচার করল না। উল্টো দিকে এদিনই রীতিমতো সাংবাদিক বৈঠক করে নিজের কাজের পক্ষে যুক্তি খাঁড়া করেছেন মেজর নিতিন ললিত গগৈ। তাঁর দাবি, ভোটের দিন বিক্ষোভকারীরা ভয়ঙ্কর মূর্তিতে ছিলেন। সাধারণ মানুষকে বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচাতে, বাধ্য হয়েই ফারুককে জিপের সামনে বেঁধেছিলেন- এমনটাই বললেন নিতিন।
ঘটনার সূত্রপাত গত ৯ এপ্রিল। শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপ নির্বাচন। বদগাম জেলায় ফারুক আহমেদ দার নামে এক স্থানীয় যুবককে জিপের সামনে বেঁধে প্রকাশ্য রাস্তায় ঘোরেন মেজর গগৈ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই শুরু হয় বিতর্ক। এই বিতর্কের রেশ কাটার আগেই মেজর গগৈকে পুরস্কৃত করে সেনাবাহিনী। সন্ত্রাস দমনে কার্যকর অবদান রাখার জন্যই পুরস্কৃত করা হয় মেজরকে। খোদ সেনাপ্রধান বিপিন রাওয়াত গগৈয়ের হাতে সেনা শংসাপত্র তুলে দেন।
আরও পড়ুন: বিএসপি নেতা সপরিবারে খুন! দেহ পুঁতে দেওয়া হল দিল্লি, মেরঠের নানা জায়গায়
গগৈয়ের পুরস্কৃত হওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই ক্ষোভ উগড়ে দিলেন ফারুক। তাঁর অভিযোগ, ‘‘কীভাবে ওই মেজর পুরস্কার পেলেন? এটা বুঝিয়ে দিল সেনাবাহিনী কোনও ন্যায় বিচার করে না। সেনাবাহিনীর কাজ সাধারণ মানুষকে রক্ষা করা। তা না করে মানুষকে জিপের সঙ্গে বেঁধে ঘোরানো হচ্ছে। এ ভাবে একজন জওয়ান পুরস্কার পেতে পারেন, এটা দেখে আমি হতাশ হলাম।’’ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলি। ঘটনার নিন্দা করায় লেখিকা অরুন্ধতী রায়কে আক্রমণ করে বিতর্ক জড়িয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল।
ঘটনার পরই মানবাধিকার সংগঠনগুলি দাবি করেছিল ফারুক বিক্ষোভকারী ছিলেন না। তিনি ছিলেন একজন ভোটদাতা। সেদিন আর পাঁচজেনর সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন শান্তিকামী ফারুক দার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গ উঠতেই পুরোপুরি এড়িয়ে যান মেজর ললিত গগৈ। শুধু নিজের কাজের সাফাই দিয়ে মেজর দাবি করেছেন, ফারুক দার বিক্ষোভকারীদের উষ্কানি দিচ্ছিলেন বলে মনে হয়েছিল, তাই বাধ্য হয়েই তাঁকে জিপের সঙ্গে বেঁধে ছিলাম। এদিকে, মেজর গগৈয়ের পুরস্কার পাওয়ার খবরে সেনবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy