Advertisement
০৩ নভেম্বর ২০২৪

জানাতে হবে মোদীর বিমান ভাড়াও

আবেদনকারীর মতে, এয়ার ইন্ডিয়া আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে চলা একটি সংস্থা। এর কোনও টাকা যদি পাওনা থাকে, তা হলে সুদ সমেত তা ফেরানো উচিত।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৩২
Share: Save:

নরেন্দ্র মোদীর বিদেশ সফরে এয়ার ইন্ডিয়ার বিমান ভাড়া করতে কত টাকা খরচ হয়েছে, তার বিস্তারিত তথ্য জানানোর জন্য বিদেশ মন্ত্রককে নির্দেশ দিলেন কেন্দ্রীয় তথ্য কমিশনার আর কে মাথুর। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কম্যান্ডার লোকেশ বাতরা ২০১৩-১৪ থেকে ২০১৬-১৭ আর্থিক বছরের মধ্যে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে এয়ার ইন্ডিয়ার বিমান ভাড়া সংক্রান্ত তথ্য পেতে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। আবেদনকারীর মতে, এয়ার ইন্ডিয়া আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে চলা একটি সংস্থা। এর কোনও টাকা যদি পাওনা থাকে, তা হলে সুদ সমেত তা ফেরানো উচিত। আর সে ক্ষেত্রে টাকা যাবে করদাতাদের পকেট থেকেই। ফলে মোদীর সফরে কোথায় কী ভাবে এয়ার ইন্ডিয়ার বকেয়া টাকা পড়ে রয়েছে, তা দেশের মানুষকে জানানো উচিত।

বিদেশ মন্ত্রক এই তথ্য দিতে রাজি ছিল না। মন্ত্রকের যুক্তি, মোদীর সফরের বিলগুলির তথ্য এয়ার ইন্ডিয়া ও ভারতীয় বায়ুসেনার কাছে রয়েছে। কিন্তু বিলের নম্বর, দিনক্ষণ সংক্রান্ত খুঁটিনাটি জোগাড় করতে অনেক সরকারি রেকর্ড ঘাটতে হবে। বিরাট মাপের তথ্য বের করতে অনেক অফিসারের প্রয়োজন হবে।

আবেদনকারী বাতরার পাল্টা যুক্তি ছিল, জাতীয় নিরাপত্তার প্রশ্নকে সামনে রেখেও এই তথ্য গোপন করতে পারে না সরকার। কারণ, এয়ার ইন্ডিয়ার দেওয়া পরিষেবার খরচ বহন করার প্রশ্ন এর সঙ্গে জড়িয়ে রয়েছে। দু’পক্ষের বক্তব্য শোনার পরে কেন্দ্রীয় তথ্য কমিশনার মোদীর বিদেশ সফরের বিমান ভাড়ার তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দেন বিদেশ মন্ত্রককে।

আরও পড়ুন: মিডিয়া-সেনা হবে মোদীর মুখ আর কান

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE