Advertisement
০৩ নভেম্বর ২০২৪

গুলি চলছে কুড়ি ফুট দূরে, টুইট করলেন বচ্চন

দুপুরের তপ্ত মুম্বই। ঘড়িতে প্রায় ২টো। ভেসে উঠল একটা টুইট— ‘ওকে! ফিল্ম সিটিতে গুলি চলছে। আমরা যেখানে রয়েছি, তার কুড়ি ফুট দূরে ‘গ্যাং ওয়ার’ চলছে। এক জন মারা গিয়েছেন। চার দিকে পুলিশ।’ নিমেষে টুইটের নীচে জমা হতে থাকে একের পর এক কমেন্ট। ‘সাবধানে থাকুন স্যার’, ‘ওখানে সবাই ভাল আছে তো!’

গোরেগাঁও ফিল্ম সিটিতে গুলি-যুদ্ধের পরে পুলিশি তদন্ত। ছবি: পিটিআই।

গোরেগাঁও ফিল্ম সিটিতে গুলি-যুদ্ধের পরে পুলিশি তদন্ত। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০৩:৩৬
Share: Save:

দুপুরের তপ্ত মুম্বই। ঘড়িতে প্রায় ২টো। ভেসে উঠল একটা টুইট— ‘ওকে! ফিল্ম সিটিতে গুলি চলছে। আমরা যেখানে রয়েছি, তার কুড়ি ফুট দূরে ‘গ্যাং ওয়ার’ চলছে। এক জন মারা গিয়েছেন। চার

দিকে পুলিশ।’ নিমেষে টুইটের নীচে জমা হতে থাকে একের পর এক কমেন্ট। ‘সাবধানে থাকুন স্যার’, ‘ওখানে সবাই ভাল আছে তো!’

হবে না-ই বা কেন? গোরেগাঁও ফিল্ম সিটি থেকে টুইটটা যে করেছেন স্বয়ং অমিতাভ বচ্চন!

তত ক্ষণে অবশ্য টিভিতেও শুরু হয়ে গিয়েছে ব্রেকিং নিউজ— ‘মোটরবাইক চড়ে আসা আততায়ীর হামলা ফিল্ম সিটিতে।’ পরে আরও জানা যায়, যে ব্যক্তিকে অমিতাভ টুইটে ‘নিহত’ বলে উল্লেখ করেছিলেন, তিনি আসলে আশঙ্কাজনক অবস্থায় নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে কথা জানিয়ে অমিতাভও আরও একটি টুইট করেন।

দিনভর মুড়ি-মুড়কির মতো তারকার যাতায়াত লেগে থাকে গোরেগাঁও ফিল্ম সিটিতে। বাইরে বহুদূর পর্যন্ত সারি দিয়ে দাঁড়িয়ে থাকে তাঁদের ভ্যানিটি ভ্যানগুলো। সঞ্জয় গাঁধী ন্যাশনাল পার্কের কাছে সেই ফিল্ম সিটি চত্বরেই আজ দুপুরে ধুলোর ঝড় তুলে ঢুকে পড়ে একটা মোটরবাইক। চালক ছাড়াও ছিল তাতে আর এক জন। মুখ হেলমেটে ঢাকা। নিমেষে বেরিয়ে আসে পিস্তল। চোখের পলকে ট্রিগারে চাপ। লুটিয়ে পড়েন অদূরেই বসে থাকা রাজু শিন্দে। ফিল্ম সিটির এক নিরাপত্তারক্ষী ধাওয়া করেন দুষ্কৃতীদের। বেগতিক বুঝে মোটরবাইক ফেলেই চম্পট দেয় দু’জন।

প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, একটি নিরাপত্তা সংস্থার মালিক রাজুকে মারতেই এসেছিল আততায়ীরা। মোটরবাইকে তারা যখন ঢোকে, রাজু বসে ছিলেন বালাজি টেলিফিল্মস লিমিটেডের একটি সেটের বাইরে। গাছের তলায় একটি চেয়ারে। আততায়ীরা এসেছিল তাঁর পেছন দিক থেকে। একটি গুলি লাগে রাজুর তলপেটে, একটি ডান হাতে, আর একটি পিঠে। ৪৫ বছরের রাজুর আরও একটা পরিচয় হল, তিনি শিবসেনার ফিল্ম শাখা চিত্রপট কর্মচারী সেনার অন্যতম পদাধিকারী। রাজুর উপর আক্রমণ প্রসঙ্গে শিবসেনার এক মুখপাত্র অরবিন্দ ভোঁসলে বলেছেন, ‘‘উনি শিবসেনার একনিষ্ঠ কর্মী। আমরা এই হামলার নিন্দা করছি। গ্যাং ওয়ারের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।’’

হামলার কারণ নিয়ে ধন্দে পুলিশও। অতিরিক্ত পুলিশ কমিশনার ফতে সিং পাটিল বলেছেন, ‘‘গুলি চলার পরেই দুই বাইক আরোহীকে তাড়া করেছিলেন এক নিরাপত্তা রক্ষী। তাঁর হাত ছাড়িয়ে মোটরবাইক ফেলে রেখেই পালায় দু’জন। আমরা বাইকটা বাজেয়াপ্ত করেছি।’’ রাজুর সঙ্গে কোনও পুরনো শত্রুতার জেরেই এই হামলা কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। কারণ রাজুর আইনজীবী জানিয়েছেন, ঘটনার পাঁচ মাস আগে খালিদ খান এবং আনওয়ার সায়েদ নামে দুই ব্যক্তি খুনের হুমকি দিয়েছিল তাঁর মক্কেলকে। চিঠি লিখে মুম্বই পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন রাজু। আজকের ঘটনার পর জি়জ্ঞাসাবাদ করা হচ্ছে ফিল্ম সিটির কলাকুশলীদেরও।

আজ অমিতাভের টুইটের তলায় অনেকেই প্রশ্নটা রেখেছিলেন, ‘স্যার, কোন ছবির শ্যুটিং করছেন?’ উত্তর দেননি ‘বিগ বি’। শুধু জানা গিয়েছে, ঘটনাটা যখন ঘটে, অমিতাভ তখন ছিলেন ফিল্ম সিটির জিমে। অর্থাৎ তাঁর টুইট অনুযায়ী, যার ফুট কুড়ি দূরেই অকুস্থল। কিন্তু ছবির নাম, পরিচালকের নাম— এগুলো সযত্নে এড়িয়ে গিয়েছেন অমিতাভ।

ভক্তদের অবশ্য তাতেও কিছু যায়-আসে না। টুইটারে তাঁদেরই এক জন অমিতাভকে লিখেছেন, ‘এনজয় দ্য শ্যুট। দ্য আদার শুটআউট ইজ ওভার!’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE