দিল্লির দূষণ পরিস্থিতি আরও খারাপ পর্যায়ে পৌঁছল রবিবার। পরিস্থিতি এমন যে শ্বাসকষ্টের অভিযোগ তুলছেন রাজধানীবাসীর একাংশ। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী রবিবার দিল্লিতে বাতাসের গুণগত মান (একিউআই) ৩৫২। যা খুব খারাপ পর্যায়ের মধ্যে পড়ে। শনিবার বাতাসের গুণগত মান ছিল ২৫৫। যা খারাপ পর্যায়ের মধ্যে পড়ে।
সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (সফর)-এর তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৭টায় আনন্দ বিহারে বাতাসের গুণগত মান ছিল ৪০৫। শনিবারের তুলনায় যা অনেকটাই বেশি। সফর-এর তথ্য অনুযায়ী আনন্দ বিহারে দূষণের মাত্রা ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। অন্য দিকে, অক্ষরধাম মন্দির এবং তার আশপাশের এলাকার বাতাসের গুণগত মানও শনিবারে তুলনায় খারাপ হয়েছে। দিল্লি বিমানবন্দরের ছবিটাও এক।
আরও পড়ুন:
রবিবার সকাল থেকেই রাজধানীর আকাশ ধোঁয়াশায় ঢাকা। ফলে দৃশ্যমানতাও কিছুটা কমেছে। শহরেরই এক বাসিন্দা হিমাংশু বলেন, ‘‘মনে হচ্ছে দমবন্ধ হয়ে আসছে। দূষণ কমানোর জন্য এখন থেকেই পদক্ষেপ করা উচিত সরকারের।’’ শুধু হিমাংশু একা নয়, এমন অভিযোগ ধরা পড়েছে রাজধানীবাসীর অনেকের কণ্ঠেই। প্রাতর্ভ্রমণকারী, সাইকেলআরোহীরাও শ্বাসকষ্টের অভিযোগ তুলেছেন। আরও এক রাজধানীবাসীর কথায়, ‘‘আমরা প্রতি দিন সকালে সাইকেল চালাই। কিন্তু গত কয়েক দিন ধরে দূষণের জেরে সমস্যা হচ্ছে। ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছি না।’’