Advertisement
E-Paper

চলতি বছরে কত জন ভারতীয়কে আমেরিকা থেকে বিতাড়িত করা হয়েছে? জানাল মোদী সরকার

আমেরিকা থেকে বিতাড়িত ভারতীয়দের মধ্যে বেশির ভাগকেই সীমান্তে আটকে দেয় সে দেশের নিরাপত্তা বাহিনী। পরে তাঁদের নথি যাচাইয়ের পর আমেরিকা থেকে বিতাড়িত করা হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী।

How many Indians have been deported from America since jannuary, what Foreign Ministry said

ফেব্রুয়ারিতে এ ভাবেই আমেরিকা থেকে অবৈধবাসী ভারতীয়দের শিকল বেঁধে ভারতে পাঠানো হয়। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৯:১১
Share
Save

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ৬৮২ জন ভারতীয়কে আমেরিকা থেকে বিতাড়িত করা হয়েছে। যাঁদের মধ্যে বেশির ভাগই অবৈধ ভাবে আমেরিকায় প্রবেশ করার চেষ্টা করেছিলেন! শুক্রবার লোকসভায় এমনই তথ্য জানালেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। তিনি জানিয়েছেন, আমেরিকা থেকে বিতাড়িত ভারতীয়দের মধ্যে বেশির ভাগকেই সীমান্তে আটকে দেয় সে দেশের নিরাপত্তাবাহিনী। পরে তাঁদের নথি যাচাইয়ের পর আমেরিকা থেকে বিতাড়িত করা হয়।

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, অবৈধ অভিবাসন এবং মানব পাচার সম্পর্কিত সমস্যাগুলি নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন। সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে সরকার। শুধু তা-ই নয়, অপরাধমূলক এবং অবৈধ অভিবাসন চক্রের বিরুদ্ধে কেন্দ্র কঠোর পদক্ষেপ করছে বলে জানান কীর্তি। তিনি আরও জানান, শিক্ষার্থী, পর্যটক এবং পেশাদারেরা যাতে আমেরিকায় যাতায়াতে কোনও সমস্যায় না পড়েন, সেই দিকেও নরেন্দ্র মোদী সরকার নজর রেখেছে।

কেন্দ্রীয় মন্ত্রী লোকসভায় বলেন, ‘‘আমেরিকা কর্তৃপক্ষ নির্বাসনের জন্য চিহ্নিত ভারতীয়দের একটি তালিকা ভারত সরকারের সংশ্লিষ্ট দফতরকে পাঠায়। সেই তালিকা গুরুত্ব সহকারে যাচাই করা হয়।’’ পাশাপাশি, জালিয়াতির দায়ে অভিযুক্ত ট্রাভেল এজেন্টদের বিরুদ্ধে করা পদক্ষেপ করতে সক্রিয় হয়েছে সরকার, এমনই জানান মন্ত্রী। মানব পাচারচক্রের সঙ্গে এই সব এজেন্টের যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনটি পৃথক বিমানে ৩৩৩ জন অবৈধবাসী ভারতীয়কে ভারতে পাঠিয়েছেন মার্কিন কর্তৃপক্ষ। এ ছাড়াও, বাণিজ্যিক বিমানে পানামা থেকে ৫৫ জন ভারতীয়কে দেশে পাঠানো হয়েছে। পাশাপাশি, মার্কিন হেফাজতে থাকা ২৯৫ জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন সে দেশের কর্তৃপক্ষ। বর্তমানে ভারতীয় কর্তৃপক্ষ সেই সব তথ্য যাচাই করে দেখছেন।

Deportation US

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}