Advertisement
০৬ নভেম্বর ২০২৪
National

ভারতে প্রতি মিনিটে দু’জনের মৃত্যু দূষণে! দিল্লি, পটনা দূষিততম

দূষণে হাঁসফাঁস করছে আমাদের দেশ। মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বায়ুদূষণের দরুন প্রতি মিনিটে গড়ে দু’জনের মৃত্যু হচ্ছে ভারতে। সাম্প্রতিক একটি সমীক্ষা এই তথ্য দিয়েছে। সমীক্ষাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক চিকিৎসা জার্নাল ‘ল্যান্সেট’-এ। ওই সমীক্ষায় জানানো হয়েছে, বায়ুদূষণের দরুন ফি-বছর ১০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয় এ দেশে। তবে এই সমীক্ষাটি করা হয়েছিল ২০১০ সালে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:০৪
Share: Save:

দূষণে হাঁসফাঁস করছে আমাদের দেশ। মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বায়ুদূষণের দরুন প্রতি মিনিটে গড়ে দু’জনের মৃত্যু হচ্ছে ভারতে।

সাম্প্রতিক একটি সমীক্ষা এই তথ্য দিয়েছে। সমীক্ষাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক চিকিৎসা জার্নাল ‘ল্যান্সেট’-এ। ওই সমীক্ষায় জানানো হয়েছে, বায়ুদূষণের দরুন ফি-বছর ১০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয় এ দেশে। তবে এই সমীক্ষাটি করা হয়েছিল ২০১০ সালে। বিশেষজ্ঞদের বক্তব্য, তার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তবে এই দূষণের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে জলবায়ু পরিবর্তনের।

আরও পড়ুন- ২০৩০-র মধ্যেই সারা দেশের বিদ্যুৎ জোগাবে চাঁদ, দাবি ইসরো-র

রিপোর্ট এও জানাচ্ছে, উত্তর ভারতে ওই বায়ুদূষণের জন্যই ধোঁয়াশার পরিমাণ আগের চেয়ে বহু গুণ বেড়ে গিয়েছে। যে চারটি কারণে ভারতে অল্প বয়সে মৃত্যুর ঘটনা বাড়ছে, বায়ুদূষণ তার অন্যতম বলে ওই সমীক্ষায় জানানো হয়েছে।

সম্প্রতি, দেশের ৪৮ জন শীর্ষ স্তরের বিজ্ঞানীর করা একটি সমীক্ষায় জানা গিয়েছে, রাজধানী দিল্লি ও বিহারের পটনাই বিশ্বের সবচেয়ে দূষিত শহর।

অন্য বিষয়গুলি:

Air Pollution Toxic Air Pollution in South Asia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE