প্রতীকী ছবি।
প্রথমে উড়ান সংস্থার তরফে জানানো হয়েছিল এক ঘণ্টা দেরির কথা। কিন্তু, শেষ পর্যন্ত বিমানটি যখন ‘টেক অফ’ করল তত ক্ষণে কেটে গিয়েছে সাত ঘণ্টা।
এয়ার ইন্ডিয়ার বিমানের এই অস্বাভাবিক দেরির কারণ পাইলট না থাকা। শনিবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে। যা ঘিরে যাত্রী বিক্ষোভের মুখে পড়তে হয় ওই বিমান সংস্থাকে।
ঠিক কী ঘটেছিল?
বিমানবন্দর সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার ‘এআই ০৩১’ বোয়িং ৭৭৭ বিমানটির মুম্বই থেকে অমদাবাদ যাওয়ার কথা ছিল। মুম্বই বন্দর থেকে বিমানটির ছাড়ার নির্দিষ্ট সময় ছিল শুক্রবার রাত ১টা ৩৫। কিন্তু, পাইলট না থাকার কারণে প্রায় সাত ঘণ্টা দেরি করে সকাল ৮.২০ নাগাদ বিমানটি ছাড়ে।
এই দেরির কারণে প্রবল যাত্রী অসন্তোষের মুখে পড়তে হয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে। পাইলট না থাকার কারণটি মেনে নিয়েছে উড়ান সংস্থাও।
আরও পড়ুন: শহিদ-কন্যাকে সভা থেকে বের করে দিয়ে বিতর্কে গুজরাতের মুখ্যমন্ত্রী
পাইলট এবং কেবিন ক্রু-দের কাজের সময় ঠিক করে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy