Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Engineering Colleges

আগামী শিক্ষাবর্ষ থেকে বন্ধ হচ্ছে দেশের ৮০০ ইঞ্জিনিয়ারিং কলেজ!

চাইলে কলেজগুলো অন্য কলেজের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে বলেও জানিয়েছেন চেয়ারম্যান।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৩৩
Share: Save:

দেশের প্রায় ৮০০ ইঞ্জিনিয়ারিং কলেজ আগামী শিক্ষাবর্ষ থেকে বন্ধ হতে চলেছে। শুক্রবার এই মর্মে এক নির্দেশিকা জারি করেছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)। পরিকাঠামোর অভাব এবং গত পাঁচ বছর ধরে ওই সব কলেজে পড়ুয়াদের ভর্তির সংখ্যা ক্রমশ কমতে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নারদ ‘অপারেশন’-এর যাবতীয় খরচ তাঁরই দেওয়া

এআইসিটিই-র চেয়ারম্যান অনিল সহস্রবুদ্ধি এ কথা জানিয়ে বলেন, ‘‘ওই সব কলেজে গত পাঁচ বছরে ভর্তির হার প্রায় ৩০ শতাংশ কমে গিয়েছে। পাশাপাশি পরিকাঠামোর অবনতির একাধিক অভিযোগও জমা পড়েছে। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।’’ চাইলে কলেজগুলো অন্য কলেজের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে বলেও জানিয়েছেন চেয়ারম্যান।

আরও পড়ুন: বহু শিশুর প্রাণ বাঁচিয়েও ‘নায়ক’ কাফিল সাসপেন্ড!

কাউন্সিলের তরফে জানানো হয়েছে, এই তালিকায় রয়েছে তেলঙ্গানা, উত্তরপ্রদেশ, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, হরিয়ানা, গুজরাতের অনেক কলেজ। এআইসিটিই-সূত্রে খবর, গোটা দেশে এই মুহূর্তে দশ হাজারের বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। যার মধ্যে সব থেকে বেশি কলেজ রয়েছে মহারাষ্ট্রে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE