ফাইল চিত্র।
বিজেপির সঙ্গে কি হাত মেলাতে চলেছে পনীর শিবির? আম্মা পরবর্তী তামিল রাজনীতিতে এখন এটাই লাখ টাকার প্রশ্ন।
জয়ললিতা মারা যাওয়ার পরই এআইএডিএমকে-র মধ্যে বিরোধ প্রকাশ পায়। জয়ললিতার উত্তরাধিকার বহন করা নিয়ে আ়়ড়াআড়ি ভেঙে গিয়েছিল এআইএডিএমকে। ক্রমশ বেআব্রু হয়ে পড়ে দলের অন্তর্কলহ। এর সুযোগ নিয়ে তামিল রাজনীতিতে প্রভাব বাড়ানোর চেষ্টা শুরু করে বিজেপি। শুক্রবার নয়াদিল্লিতে বিরোধী শিবিরের নেতা তথা তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনীরসেলভম প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক করেন। মোদী-পনীর বৈঠকে আশঙ্কার ছায়া দেখতে পান মুখ্যমন্ত্রী পালানীস্বামী। দলের মধ্যেও বিজেপির সঙ্গে হাত মেলানো নিয়ে জল্পনা শুরু হয়। তার উপরে ওই বৈঠকের পরই টুইট করে পনীরসেলভম জানান, দলের অভ্যন্তরীণ নির্বাচনের পরই তিনি ঠিক করবেন বিজেপি বা অন্য কোনও দলের সঙ্গে জোট করবেন কি না। এর পরই তড়িঘ়ড়ি দলীয় সভা ডাকেন পালানীস্বামী। সমস্ত দলীয় কর্মীদের প্রতি তাঁর বার্তা, ‘‘জনগণ আম্মার কথা মনে রেখেই এআইএডিএমকে-কে ভোট দিয়েছেন। আম্মার ইচ্ছা আমাদের পূরণ করা উচিত। যাঁরা দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন তাঁদেরও ফিরে আসা উচিত। একতা বজায় না থাকলে আম্মা এবং এমজিআর-এর পরিকল্পনাগুলো পূর্ণ হবে না।’’
আরও পড়ুন: প্রমাণ নেই সুদীপ টাকা নিয়েছেন, বলেছে হাইকোর্ট
প্রয়াত আম্মার দলের দুই বিবদমান শিবিরকে মিলিয়ে দেওয়ার জন্য তৎপরতা অবশ্য নতুন নয়। সেই চেষ্টাই এ বার ফের শুরু করলেন পলানীস্বামী। শনিবার রিইউনিয়ন সভা করে সকলকে আম্মার কথা বলেন তিনি। আম্মার ভাবাবেগ জাগিয়ে তুলে দলের মধ্যে একতা বজায় রাখতে অনুরোধ করেন। তবে তাঁর এই প্রচেষ্টা কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে এডিএমকের ভিতরেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy