এই জয়ললিতা মেমোরিয়ালে হবে সেই আনুষ্ঠানিক ঘোষণা। শুক্রবার।
এক দাবিদার বান্ধবী শশিকলা যখন জেলে, তখন প্রয়াত নেত্রী জয়ললিতার দল এআইএডিএমকে’র দুই যুযুধান গোষ্ঠীর দুই নেতা মুখ্যমন্ত্রী ই পালানীস্বামী আর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনীরসেলভম ঝগড়া, বিবাদ আপাতত বন্ধ রেখে হাত মিলিয়ে নিতে চলেছেন। সামনেই পঞ্চায়েত ভোট তামিলনাড়ুতে। তার আগে আর দু’টুকরো হয়ে না থেকে আবার একটাই দল হয়ে উঠতে চলেছে জয়ললিতার দল। তামিল ফিল্মের দুই মেগাস্টার রজনীকান্ত ও কমল হাসনের একই সঙ্গে বিরোধী দল ডিএমকে’র অনুষ্ঠানে হাজির হওয়ার ঘটনাই শাসক দলের দুই বিবদমান গোষ্ঠীকে হাত মেলাতে আরও উৎসাহিত করেছে বলে বিশেষজ্ঞদের ধারণা।
তামিলনাড়ুর মেরিনা বিচে জয়ললিতা মেমোরিয়ালের ফুল বিছোনো হলেই শুক্রবার রাতে হাতে হাতে জোড় বেঁধে যাবে শাসক দল এআইএডিএমকে’র দুই বিবদমান গোষ্ঠীর। এখানেই দলের দুই গোষ্ঠীর মিলেমিশে এক হয়ে যাওয়ার কথা এ দিন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন পালানীস্বামী ও পনীরসেলভম।
আরও পড়ুন- ব্যক্তিগত স্বার্থে কিছু বলিনি, পাল্টা জবাব নারায়ণমূর্তির
আরও পড়ুন- প্রতিষ্ঠাতাদের উগ্র‘মূর্তি’ই ইস্তফার কারণ, চিঠি বিশালের
এআইএডিএমকে সূত্রের খবর, গতকাল মুখ্যমন্ত্রী পালানীস্বামীর একটি ঘোষণাই দলের দুই গোষ্ঠীর হাতে হাতে জোড় বাঁধার সব বাধা দূর করে দেয়। মুখ্যমন্ত্রী জানান, প্রয়াত দলনেত্রী জয়ললিতার মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখবে একটি কমিশন। এটাই অন্যতম প্রধান দাবি ছিল প্রতিপক্ষ পনীরসেলভম গোষ্ঠীর। এর ফলে দলের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে দুই বিবদমান গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বের অবসান ঘটতে চলেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy